রাজপথে বুক ফুলিয়ে হেঁটে যাওয়ার সময় হুট করে কোত্থেকে দুর্বৃত্তের গাড়ি এসে হাজির। পথরোধ করে আপনাকে নাকানিচুবানি খাওয়ার পরিকল্পনা করছে হয়তো। এমন সময় পকেট থেকে স্যামসাং গ্যালাক্সি নোট-৭ স্মার্টফোনটি বের করে ছুড়ে দিলেন সেদিকে। ব্যস, হয়ে গেল! বিস্ফোরণের ধাক্কায় উড়ে গেল দুর্বৃত্তের দল। ঘটনাটা বলা যাক।
হিটম্যান নিকো ছদ্মনামের এক গেমার গেমটিতে কিছুটা পরিবর্তন এনে স্টিকি বোমের আকারে গ্যালাক্সি নোট-৭ যোগ করে দিয়েছেন। ব্যাপারটি শুনতে যতটা হাস্যকর, খেলতেও ঠিক তা-ই। খেলার সময় ভিডিও ধারণ করেছেন সে গেমার। তাতে দেখা যায়, এক খেলোয়াড় আগ্নেয়াস্ত্রের দোকানে ঢুকে নোট-৭ স্মার্টফোন কিনে বের হয়ে আসেন। এরপর শুরু হয় তার ধ্বংসলীলা। গাড়ি হোক বাড়ি হোক, যার তার ওপর নোট-৭ ছুড়ে মারছেন। আর কোথায় যায়! বিস্ফোরণে সব একের পর এক উড়ে যাচ্ছে। আবার মনে করুন, কোথাও নোট-৭ ফেলে এসেছেন। এর ওপর দিয়ে গাড়ি চালিয়ে গেলে তাতেও বিস্ফোরণ হবে।
2 thoughts on "জিটিএ ৫ গেমে অস্ত্র হিসেবে নোট–৭ স্মার্টফোন"