গুগল ড্রাইভ হচ্ছে গুগলের ফ্রী স্পেস
সার্ভিস যার মধ্যে আপনি আপনার সকল
প্রয়োজনীয় ফাইল সমূহ,প্রেজেন্টেশনস,
ছবি, ভিডিও ক্লিপসহ আরো অনেক কিছু
নিরাপদে সংরক্ষন করতে পারবেন এবং
অন্যদের শেয়ার করতে পারবেন।

প্রয়োজনে পরিবর্তন,পরিবর্ধন,
সংযোজন-বিয়োজন করে পুনরায়
সংরক্ষন করতে পারবেন।
গুগল ড্রাইভ আপনার একটি নিরাপদ ও

একান্ত ব্যক্তিগত ফাইল কেবিনেট
হিসাবে কাজ করবে।
আপনি বিশ্বের যে প্রান্তেই থাকেন
না কেন, সেখানে বসেই আপনি একসেস
করতে পারবেন যেকোন কম্পিউটার,
মোবাইল, আইফোন সহ অন্যান্য
ডিভাইসের মাধ্যমে। প্রয়োজনে প্রিন্ট
ও নিতে পারবেন।
গুগল ড্রাইভ এর স্টোরেজ
একজন ফ্রী ইউজার হিসাবে আপনি
সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত ফ্রি
ব্যবহার করতে পারবেন, এর চেয়ে বেশী
ব্যবহার করতে চাইলে প্রতিমাসে

প্রতি ১০০ GB গিগাবাইট $১.৯৯ ডলার
হিসাবে সর্বোচ্চ ৩০ TB টেরাবাইট
পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

Plz visit my site AGUNBD.COM

7 thoughts on "গুগল ড্রাইভ (Google drive) কি?"

  1. Tasnim Akondo Contributor says:
    ভালো পোস্ট
  2. sojib Contributor Post Creator says:
    tnx vai
  3. Kamal Hossen Contributor says:
    Google drive kivabe use korbo….?
    plz tell me….. SOJIB Bro
  4. Sohel Khan Contributor says:
    ascha vai, ami amar android e Google drive software ti install kore account setup korar por 100mb er moto ekta file shekhane upload korlam tobe ki amar phone memory theke 100mb storage kome jabe, jodio ami sheta ami google drive e upload korlam kintu amar phone memory kome gelo keno, tahole to Google drive e upload korar cheye phone memory te rakhai valo..plz bishoi ta ektu bujhia bolben…..
    1. IT Expert Legend Author says:
      No if you upload files in google drive your phone or device storage will not be used because it is cloud storage.

Leave a Reply