দুই পর্দার ল্যাপটপের খবর আগেই
জানা
গিয়েছিলো। এবার দেখা
মিললো তিন পর্দার
ল্যাপটপের। যুক্তরাষ্ট্রে লাস
ভেগাসে চলমান
সিইএস টেক শোতে দেখা
মিললো তিন পর্দার
ফোর-কে প্রযুক্তির ল্যাপটপের।খবর
বিবিসির।
গেমিং ল্যাপটপ তৈরি
করেছে রেজার নামের একটি
প্রতিষ্ঠান। এটা
হলো ল্যাপটপটির নমুনা সংস্করণ।
বিবিসির প্রতিবেদনে বলা
হয়েছে,ল্যাপটপের মূল
পর্দাটি (স্ক্রিন) সাধারণ
ল্যাপটপের মতোই থাকবে।
বাকি দুটি পর্দা মূল পর্দার দুই পাশে
স্লাইড আকারে
বের হবে। আর প্রতিটি পর্দার মাপ
১৭ ইঞ্চি। তবে
ভাঁজ করার পর ল্যাপটপটির পুরুত্ব
দাঁড়াবে দেড় ইঞ্চি।
হবে সে বিষয়ে কিছু
বলেনি রেজার
my new website AGUNBD.COM
6 thoughts on "তিন পর্দার ল্যাপটপ"