ব্র্যান্ড ফিন্যান্সের তথ্যমতে, গুগল গত বছরে মূল অনুসন্ধান ব্যবসা খাতে অপ্রতিদ্বন্দ্বী থেকেছে। এর অনুসন্ধান ব্যবসা বিজ্ঞাপন আয়ের অন্যতম উৎস। ব্র্যান্ড ফিন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড হেইগ বলেন, বিশ্বব্যাপী প্রতিদ্বন্দ্বীদের তুলনায় প্রযুক্তিগত সুবিধা নিতে ব্যর্থ হয়েছে অ্যাপল। টানা কয়েক বছর ধরে একই প্রযুক্তিনির্ভর আইফোনের পুনরাবৃত্তি প্রতিষ্ঠানটির জন্য ভালো আর্থিক ফল দিতে পারেনি। এ কারণে এটি ব্র্যান্ডমূল্যে পিছিয়ে পড়েছে। চীন প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ বাজার। কিছু দিন আগেও বাজারটিতে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল অ্যাপল। কিন্তু সংশ্লিষ্ট বাজারে এখন প্রতিযোগিতা বেড়েছে। বাজারটিতে বেশ কিছু স্থানীয় ডিভাইস নির্মাতার কারণে বৈচিত্র্য হারিয়েছে অ্যাপল।
গুগলের ব্র্যান্ডমূল্য গত বছর ২৪ শতাংশ বেড়ে ১০ হাজার ৯৫০ কোটি ডলারে পৌঁছেছে। এতে ২০১১ সালের পর প্রথমবার অ্যাপলকে পেছনে ফেলে ব্র্যান্ডমূল্যে শীর্ষ অবস্থান দখলে নিতে সমর্থ হয়েছে গুগল। গত বছরের শেষে অ্যাপলের ব্র্যান্ডমূল্য কমে ১০ হাজার ৭১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এর আগের বছর এ কোম্পানির ব্র্যান্ডমূল্য ছিল ১৪ হাজার ৫৯০ কোটি ডলার। ব্র্যান্ড ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, ব্র্যান্ডমূল্যে শীর্ষ কোম্পানির একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। ব্র্যান্ডমূল্যে শীর্ষ ১০ ব্র্যান্ডের মধ্যে আটটিই প্রযুক্তি প্রতিষ্ঠানের দখলে রয়েছে।
69560 user id
ফ্রি ফেইসবুক ;ফ্রি Sports news;ফ্রি কুরআন…পোস্ট করেছি
রানা ভাই tuner বানান।…….
রানা ভাই প্রতিদিন ১-২ টা করে মানম্মত পোস্ট করে যাচ্ছি।