আসসলামু আলাইকুম। দয়া করে সালাম নিবেন।
আপনাদের ভিডিও কোডেক এবং কন্টেনারের মধ্যে পার্থক্য বোঝানো তুলনামূলক সহজ কাজ—কিন্তু মুশকিল ব্যাপার হলো প্রত্যেকটা ফরম্যাট সম্পর্কে বোঝানো। আপনি হয়তো এম্পিফোর, এভিআই, এমকেভি ইত্যাদির নাম শুনেছেন, এবং আপনি হয়তো জানেন এগুলো হলো ভিডিও কোডেক, তাই না? না! আসলে এগুলো হলো কন্টেনার। আজকে আমি কোডেক, কন্টেনার এবং ফরম্যাট নিয়ে আলোচনা করবো, যাতে এখন থেকে আপনি যখন ভিডিও এডিট বা কনভার্ট করতে যাবেন, তখন যাতে সঠিক ধারণা থাকে, আপনি কি করছেন। তো চলুন বিস্তারিত করে জেনে নেওয়া যাক।
ভিডিও কোডেক কি?
কোডেক হলো একধরণের ভিডিও এনকোডিং টুল বা সফটওয়্যার। অর্থাৎ এটি এমন একটি সফটওয়্যার যা কোন
মিডিয়াকে এনকোড বা ডিকোড করার কাজে ব্যবহৃত হয়। এমনকি কোডেক শব্দটি কোডার/ডিকোডার সমন্বয়ে তৈরি। কোন অডিও এবং ভিডিও ফাইলের সাইজ কম করার জন্য কোডেক এক বিশেষ অ্যালগোরিদম ব্যবহার করে,
এবং প্রয়োজনে ডিকম্প্রেসও
করতে পারে। আসলে কয়েক ডজন
খানেক ভিডিও কোডেক রয়েছে
এবং প্রত্যেকে আলাদা আলাদা প্রযুক্তি
ব্যবহার করে এনকোড করে।
এজন্যই আপনার ভিডিও প্লেয়ারে
বিভিন্ন ধরনের ভিডিও প্লে করার জন্য
কোডেক প্যাক ডাউনলোড করতে
হয়। কোডেক প্যাক গুলো এক ছোট আকারের সফটওয়্যার প্যাকেজ হয়ে থাকে, যা আপনার ভিডিও
প্লেয়ারকে নির্দিষ্ট ভিডিও ফাইল ডিকোড করতে সাহায্য করে। আবার
যখন আপনি কোন ভিডিও এডিটর ব্যবহার করেন—এটিও কোডেক ব্যবহার করে আপনার ভিডিওটি এনকোড এবং
রেন্ডার করে ভিডিওটির প্রিভিউ একটি ফাইলে জমা করে।
ভিডিও কোডেক কিন্তু কোন ফাইল
ফরম্যাট বা ভিডিও ফরম্যাট নয়। বলতে
পারেন এটি একটি উপায় যা কোন ভিডিও
এবং অডিওকে কম্প্রেস করতে
সাহায্য করে। আবার এখানে একটি বিষয়
নোট করার মতো রয়েছে, আপনি
যে কোডেক ব্যবহার করে কোন
অডিও বা ভিডিওকে এনকোড করবেন, সেটি ডিকোড করার সময়ও একই কোডেকের প্রয়োজন পড়বে।
ডিকোড বা প্লে করার সময় যদি সঠিক
কোডেক ব্যবহার করা নয় তবে আপনার প্লেয়ারে বা ডিভাইজে ভিডিও প্লে হতে সমস্যা হতে পারে।
জনপ্রিয় কোডেক এক্সভিআইডি/ডিআইভিএক্স
ডিআইভিএক্স কে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়—কিন্তু এক্সভিআইডি হলো একটি ওপেন সোর্স কোডেক এবং
এটি ডিআইভিএক্স এর সর্বউত্তম বাণিজ্যিক বিকল্প। এমপিইজি-৪ এর উপর নির্ভর করে এই কোডেক
এনকোড এবং ডিকোড উভয়ই সম্পূর্ণ করে। এটি বিস্তরভাবে ব্যবহৃত হওয়ার জন্য, এটিকে যথাযথভাবে ভিডিও
এনকোড করার জন্য ব্যবহার করা হয়।
এমপিইজি-৪
এমপিইজি-৪ হলো সবচাইতে
কমন স্ট্রিমিং ফরম্যাট এবং এটি অনেক
অংশে গঠিত। যেমন- এমপিইজি-৪ পার্ট II
ভিডিও এনকোড করার জন্য ব্যবহৃত হয়।
এটি ডিআইভিএক্স বা এক্সভিআইডি
কোডেক ব্যবহার করে ভিডিও
এনকোড করে, যেখানে
বেশিরভাগ সময়ই অডিও ফরম্যাট
হিসেবে এম্পিথ্রীকে ব্যবহার করা
আধুনিক এমপিইজি-৪, এইচ.২৬৪ ব্যবহার
করে।
এইচ.২৬৪
বর্তমানের হাই ডেফিনিশন ভিডিও
উৎপন্ন করার জন্য এইচ.২৬৪ সবচাইতে
জনপ্রিয় উপাদান। এটি ব্যবহার করে লসি
এবং লসিলেস উভয় প্রকারেরই
কম্প্রেসন করা সম্ভব, তবে এটি
নির্ভর করে আপনার ঠিক করা সেটিংস
এর উপর, মানে আপনি এনকোড করার
সময় কতো ফ্রেম রেট ব্যবহার
করলেন, কোয়ালিটি কেমন রাখলেন,
এবং টার্গেট ফাইল সাইজ কতো
করলেন তার উপরে। এইচ.২৬৪ কে
সাধারনত এক্স.২৬৪ ব্যবহার করে
এনকোড করা হয়, তবে ডিআইভিএক্স
বা এক্সভিআইডি ব্যবহার করেও
ভালোভাবে এইচ.২৬৪ এনকোড করা
সম্ভব। এইচ.২৬৪ তে সাধারনত অডিও
এনকোড এর ক্ষেত্রে [ বা
এমপিথ্রী ব্যবহার করা হয়।
সাধারন এমপিইজি-৪ কম্প্রেসন
থেকে এইচ.২৬৪ প্রায় ১.৫ বা ২গুন
বেশি দক্ষ। এইচ.২৬৪ অনেক কম
ফাইল সাইজেই অনেক ভালো ভিডিও
কোয়ালিটি দিতে পারে, যা এখনকার
বেশিরভাগ ডিভাইজই সমর্থন করে।
তবে বলা যায়, এখন এইচ.২৬৪ এমপিইজি-৪
এর সাথে জুড়ে গেছে,
যাকে [ বলা হয়।
কন্টেনার কি?
ফাইল কন্টেনার অনেকটা জীপ
ফাইলের মতো, এখানে একত্রে
অডিও, ভিডিও, কোডেক একত্রিত
করে একটি প্যাকেজ তৈরি করা হয়।
কন্টেনারে সাধারনত মুভি চ্যাপটার,
সাবটাইটেল, মেটাডাটা, এবং মাল্টি অডিও
প্যাক করা হয়। যেমনটা উইন্ডোজ
ইএক্সই ফাইলে দেখা যায়, এখানে
সকল ফাইল গুলোকে আর্কাইভ করে
রাখা হয়, এবং (.bat) নামক একটি ফাইলে
অপারেটিং সিস্টেমকে বলা হয় যে,
কোন ফাইল গুলো কোথায় যাবে।
এমকেভি
ভবিষ্যতের কথা চিন্তা করে
এমকেভি কন্টেনারকে ডিভাইজ করা
প্রুফ। এই কন্টেনারটি নিজে থেকে
প্রায় সকল ফরম্যাটের অডিও এবং ভিডিও
ধারণ করতে সক্ষম, যার ফলে এটি
অনেক উন্নত, দক্ষ, এবং অত্যন্ত গণ্য
একটি কন্টেনার। এটি একসাথে একাধিক
অডিও, ভিডিও, এবং সাবটাইটেল ফাইল ধারণ
করতে পারে—যেখানে প্রত্যেকটি
অডিও বা ভিডিও বিভিন্ন ফরম্যাটে
এনকোড হলেও সমস্যা নেই। এমনকি
করাপ্টেড ফাইল থেকেও প্লে
করার সুবিধা প্রদান করে থাকে এই
অসাধারন কন্টেনারটি। আর খুব শীঘ্রই
এটি সবচাইতে বেশি জনপ্রিয় কন্টেনার
হয়ে উঠবে।
পরিশেষে যদি বলেন, যে আপনি
কোন ভিডিও কোডেক
এবং কন্টেনার ব্যবহার করে ভিডিও তৈরি
করবেন, তবে এই মুহূর্তে এইচ.২৬৪
সবচাইতে উত্তম কোডেক
এবং কন্টেনার হিসেবে আপনি এমপি৪
বা এমকেভি উভয়কেই ব্যবহার করতে
পারেন। তবে এমপি৪ কন্টেনার ব্যবহার
করায় বেশি উত্তম হবে—কেনোনা
প্রায় সকল ধরনের ডিভাইজ একে
সমর্থন করে এবং সবচাইতে বড় ভিডিও
ওয়েবসাইট গুলোর জন্য এটি প্রথম
পছন্দ।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। এই কামনায় আজকের পোস্ট শেষ করলাম।
————————————————————————
সাকিব অপুর গোপন প্রেম নিয়ে তো অনেক বিতর্ক হয়েছে। কিন্তু এই ব্যাপারে ইসলাম কি বলে জানেন কি?
৯টি বৈজ্ঞানিক কৌশলে পড়া মনে
রাখুন।
ব্যক্তিত্বহীন পুরুষদের যে
কারনে পছন্দ করে নারীরা
13 thoughts on "আসুন একটু ভিডিও কোডেক সম্পর্কে জেনে নেই"