আশা করি সবাই সবার মতো ভালো আছেন ।
এই সৃষ্টিশীল জগতে কতই না অসম্ভব কিছু ঘটছে ।
কেউ বাংলাদেশে বসে অনলাইনে UK, USA, Australia ইত্যাদির মতো দেশের সুবিধা নিচ্ছে । আবার কেউ proxy ব্যবহার করে বাংলাদেশ থেকে ইন্দ্রোনেশিয়ার মতো দেশের
সুবিধা নিচ্ছে ।
যেমন ফেইসবুকের সিঙ্গেল নাম তৈরির জন্য proxy ব্যবহার করে ইন্দ্রোনেশিয়ার সুবিধা নিচ্ছে ।
অনেক দিন ধরেই লেখালেখি হয় না তাই আজ VPN proxy বিষয়ে ভালো মন্দ কিছু টিপস নিয়ে আসলাম ।
আশা করি যারা অনলাইনে নিরাপদ থাকতে চান তাদের অনেক কাজে দিবে প্রথমেই বন্ধুরা জেনে নিই VPN কী?
VPN= virtual private network
এর মাধ্যমে আইপি লুকিয়ে অন্য জায়গার আইপি ব্যবহার করা হয় ।
VPN কানেক্ট চেনার উপায় কীVPN কানেক্ট হয়েছে । এটা আশা করি সবাই জানে যেমন
স্কিনের উপরে একটি চাবির মতো চিহ্ন থাকবে ।
অথবা আপনি google এ “my IP address” লিখে সার্চ দিলেও আপনার নিজস্ব আইপি দেখতে পাবেন যা VPN কানেক্ট থাকলে অন্য আইপি দেখাবে ।
এবার জেনে নিই VPN or proxy এর সুবিধা সমূহএই VPN আইপি হাইড করার ক্ষেত্রে ব্যবহার হলেও বাংলাদেশে এর বেশি সুনাম ফ্রি নেট চালানোর ক্ষেত্রে ।
যেমন : droid VPN, psiphone, webtunnel, your freedom, proxy link etc
এই কয়েকটি ফ্রি নেট VPN এর মাধ্যমেই কারো কারো VPN এর সাথে পরিচয় হয়েছে ।
আবার অনলাইনে বিভিন্ন রকম ওয়েবসাইট আছে যেগুলো ঐ দেশ ছাড়া চলে না এর জন্য VPN একটি প্রয়োজনীয় পন্থা আবার বিভিন্ন রকম এপস এ আয় করার ক্ষেত্রেও এই VPN ব্যবহার করা হয় । বিশেষ করে UK, USA, Australia, Canada এরকম দেশের সুবিধা পাওয়ার জন্য VPN একটি অত্যাবশ্যকীয় জিনিস ।
বিভিন্ন রকম VPN এপস আছে তার মধ্যে :
Turbo VPN, Tunnel VPN, hola VPN, VPN speed etc.
VPN এর যেমন প্রয়োজন তেমন এর কিছু ক্ষতিকারক দিকও আছে । নিচে এরকম কিছু টিপস দেওয়া হলোবিভিন্ন রকম ওয়েব সাইট আছে যেগুলোতে আপনি VPN ব্যবহার করলে একাউন্ট ব্লক অথবা ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে । বিশেষ করে যারা অনলাইনে বিভিন্ন ব্যবসা, কাজ করে আয় ইত্যাদি কাজের সাথে জড়িত যেগুলো VPN সাপোর্ট করে না™™ ।
এর জন্য বুদ্ধিমানের কাজ হলো যেই সাইট এপস ইত্যাদি আউটসোর্সিং, ব্যবসা ইত্যাদির জন্য ব্যবহার করেন সেটায়
Terms and Condition ভালোভাবে পড়ে নেওয়া এবং যুক্তিসম্মত ভাবে কাজ করা ।
PTC এর father & mother clixsence & neobox VPN or proxy সাপোর্ট করবে না ।
বিভিন্ন রকম PPD সাইট VPN or proxy সাপোর্ট করবে না এর মধ্যে up-4ever
অনলাইনে ছোট ছোট আউটসোর্সিং করার জন্য সেরা সাইট microworkers & rapidworkers VPN, proxy support করে না । এই সাইটগুলো প্রথমে VPN চালালে সমস্যা না করলেও money withdrew এর সময় আপনাকে এক বিশাল সমস্যার সম্মুখীন হতে হবে ।
যেমন আমার কথায় বলি, ” আমার microworkers এ 19$+ আছে কিন্তু দীর্ঘকাল VPN ব্যবহার করার ফলে এখন আর কোন কাজ করতে পারছি না । এডমিন আমার একাউন্ট vpn use এর জন্য ব্যান করে রাখছে “।
আর এপস এর কথা বলতে গেলে প্রথমেই আসে whaff reword এই এপস এ VPN ব্যবহার করলে প্রথমে কোন সমস্যা হবে না কিন্তু যখন withdrew করবেন তখন বুঝবেন ,” কত ধানে কত চাল” ।
তো বন্ধুরা, আজকে আর বেশি কিছু বলছি না সবাই ভালো থাকিয়েন ।
আর নিয়মিত ভালো কাজে ট্রিকবিডি ভিজিট করিয়েন ।
রেজিস্ট্রেশন করলেই Author
রেজিস্ট্রেশন করলেই Author
রেজিস্ট্রেশন করলেই Author
আমার পোষ্ট রিভিউ করেন প্লিজ।