ঢাকা দক্ষিণ
সিটি কর্পোরেশন ও ওয়াসার উন্নয়ন কাজের জন্য
কয়েকটি এলাকায় বিটিসিএলের তিন হাজার ১০০
টেলিফোন ও বেশকিছু ইন্টারনেট সংযোগ
বিচ্ছিন্ন করা হয়েছে।
রাজধানীর খিলগাঁও চৌরাস্তা, বনশ্রী, গোড়ান ও
নন্দীপাড়া, খিলগাঁও বি ব্লক, কাকরাইল,
ফকিরাপুল, সিদ্ধেশ্বরী ও সায়েদাবাদ এলাকায়
উন্নয়ন কাজের জন্য এসব লাইন বিচ্ছিন্ন করা

হয়েছে।
খিলগাঁও চৌরাস্তা এলাকায় ৫০, বনশ্রীতে ৬৫,
গোড়ান ও ন্দনীপাড়ায় ২১০ এবং খিলগাঁও বি
ব্লকে ১৫০টি লাইন বিকল হয়ে পড়েছে।
এছাড়াও কারকারইলে ৭৬০, শান্তিনগরে ৬৮০,
ফকিরাপুলে ৪৮০, সিদ্ধেশ্বরীতে ৩০০, মগবাজারে
২৯৫ এবং সায়েদাবাদ এলাকায় ১২২টি টেলিফোন
ও ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন হয়েছে।
এগুলো সারাতে ইতোমধ্যেই বিটিসিএল কাজ শুরু
করেছে এবং খুব দ্রুতই পুনরায় সংযোগ দেওয়া হবে
বলে জানায় কর্তৃপক্ষ।
এজন্য বিটিসিএল গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ
করেন।

আমার সাইট থেকে ঘুরে আসুন- Visit 24TecBD

Leave a Reply