আসসালামু আলাইকুম ৷কেমন আছেন সকলে? আশা করি ভালো৷আমি অনেক দিন ধরে পোস্ট করি নি ট্রিকবিডিতে তাই ভাবলাম করে দেখি একবার৷

আজকের বিষয় হচ্ছে ইউটিউব থেকে কিভাবে কপিরাইট মুক্ত ছবি ডাওনলোড করবেন

কপিরাইট ফ্রি ইমেজ কি

#আমরা যারা ইউটিউবার আছি তাদের থাম্বনাইল করার জন্য দরকার হয় ইমেজ, তখন তারা গুগলে সার্চ দেই,কিন্তু আপনারা হয়ত জানবেন যে গুগলের সব ফটো ব্যাবহার করা যায় না,হিসাব মতে গুগলের 99•6% ই কপিরাইট এর অধিনে ৷
#তাই অনেকে গুগল অ্যাডভান্স সার্চ এর মাধ্যমে কপিরাইট মুক্ত ইমেজ ডাওনলোড করতে চান কিন্তু আপনার মন মতো ইমেজ পান না,আর গুহলের ইমেজ ব্যবহার করতে গেলেও লাগে হচ্ছে কপিরাইট লাইসেন্স, আর আমাদের মতো কারও লাইসেন্স করার মানি নাই, সুতরাং যায় পাই তা নিয়ে খুশি থাকি- “নাই মামার চাইতে কানা নামাই ভালো”৷

বিঃদ্রঃ কিকি কারনে কপিরাইট ধরে তা নিয়ে পরবর্তিতে পোস্ট করা হবে৷

যেহুতু আমরা লাইসেন্স করতে পারবো না তাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম অসাধারণ একটি সাইট, যার মাধ্যেমে আপনার ইচ্ছা মতো ইমেজ ডাওনলোড করতে পারবেন, আপনার যেমন মন টাই,তো চলুন শুরু করি
==>>===========>>>>==========>>>========
প্রথমে এই লিংকে যাননাতো যেকনো ব্রাউজার এ গিয়ে টাইপ করুন”www.pixabay.com”|
==

যাওয়ায় পর একটি সার্চ বার দেখতে পাবেন সেইখানে আপনি যেমন ধরনের ফটো চান সেটা সার্চ দিন অথবা একটু নিচে স্ক্রল করে ক্যাটেগরি গুলো ফলো করেন৷


**

**
তারপর সে ইমেজ গুলো পছন্দ সেই গুলোর উপর ক্লিক করুন ৷
-&-
তারপর একটি চাপ দিয়ে ধরলেই “Save” এপসন আসবে সেইখান থেকে ডাওনলোড করে নিবেন ৷

*******
বিঃদ্রঃ ডাওনলোড কৃত পিকচার গুলো আপনি সব যায়গায় ব্যাবহার করতে পারবেন কনো প্রকার কপিরাইট স্ট্রাইক ছারা ৷
☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞☞
বুঝতে না পারলে ভিডিও টি দেখুন, পরিষ্কার করে দেখানো আছে ৷

ভিডিও লিংকঃ

আর নতুন নতুন এন্ড্রয়েড টিপস পেতে আমার চ্যানেল টিকে সাবসক্রাইব করে রাখুন ৷ধন্যবাদ৷

3 thoughts on "[For Youtuber]ডাওনলোড করুন কপিরাইট ফ্রি ইমেজ,অসাধারণ এই ওয়েব সাইট টি থেকে|ইউটিউবার দের অবস্যই দেখা উচিত+sshot+Video Tutorial_By Rudro"

  1. Labib Author says:
    First Comment
  2. nh2080nn Contributor says:
    plz help me,আমি mx player 1.9.3 update দিছি আজকে কিন্ত Dts not suport দেখাচ্ছে কি করবো বলেন plz,ARMv7 NEON code চাচ্ছে।আমি কোথাও পাচ্ছিনা,কারো কাছে থাকলে দেন
  3. Yahia Hossain Author says:
    ভিডিও কপিরাইট হলে গুগল কয় দিনের মধ্যে জানায় কেউ বলতে পারবেন

Leave a Reply