আসসালামু আলাইকুম………
helloW trickbD…
কেমন চলছে ইবাদত ??? আমরা জানি যে,
আখিরাতের পাশা-পাশি দুনিয়াও করা যায়। তাই অল্প একটু দুনিয়াদারি নিয়ে কথা বলছি।
বিষয়টি হচ্ছে আমাদের অনেকের বাসায় নষ্ট রিমোট কন্ট্রোল খেলনা আছে যা দিয়ে হালকা মেহনত করেই আপনার বাসার লাইট, ফ্যান, ভেন্টিলেটর, রোম হিটার প্রভৃতি দূরে থেকে রিমোট চেপে On অথবা off করতে পারবেন।
এরকমই একটি যন্ত্র আমি বানাইছি আলহামদুলিল্লাহ যা দিয়ে ওই সকল ইলেকট্রিক যন্ত্রগুলা নিয়ন্ত্রণ করতে পারবেন।
যারা কোথাও কোনো বিজ্ঞান মেলায় Project দিতে চাও তাদের জন্যও এটি সহায়ক হবে ইনশাআল্লাহ….
যন্ত্রটি যেভাবে কাজ করে
== রিমোটের বাটন চাপ দিলে মডিউলটির মটর on হয়। মটরের মাথায় সংযুক্ত কলমও সাথে সাথে ঘুরে। এতে কলমের মাথায় সংযুক্ত সুতা প্যাচতে থাকে। উপরের কলমে তখন টান পড়ে আর নিচ দিকে নেমে যায়। আর কলমের নিচের সুইচ on/off হয়ে যায় এবং এর সাথে মডিউলের Relay-ও on/off হয়। ফলে Relay-এর সাথে Connected Light, Fan etc On/Off হয়ে যায়।
projecT-টির কিছু ছবি ——–
#*#*#
যেভাবে বানানো হয়েছে…
@@@@
★remoT
বন্ধ /off অবস্থায়—-
★oN অবস্থায়—
★
★ সুইচিং systeM
★remotE controleR curcuiT(খেলনা গাড়ির সার্কিট)
★মটর
★
corneR vieW
★ sidE vieW
এই যন্ত্রটি বানাইতে যা যা লেগেছে+ যা যা লাগবে…
১. দুইটি মোবাইল চার্জার ;
২. রিমোট কন্ট্রোল খেলনা গাড়ির সার্কিট+ রিমোট ;
৩. ৪টা কলম ;
৪. একটা সুইচ ;
৫.একটা 6v Relay ;
৬. কিছু স্ক্রু ;
৭.একটা ছোট মটর ;
৯.কিছু তার ;
১০. আর হিম্মত আছে এরকম একটা creativE মাথা….
[বিঃ দ্রঃ– AC ভোল্টেজ অর্থাৎ মেইন লাইন নিয়েও কাজ করতে হবে, so সাবধান।আল্লাহ না চাহে, যদি কিছু হয়ে যায় ???আমি দায়ী নই ]
যদি আপনাদের আগ্রহ দেখি তাহলে Full টিউটোরিয়াল দিবো ইনশাআল্লাহ!!!
*★*
youtubE এ videO projecT-টি দেখতে এখানে যান !!!
ভুল হলে মাফ+ইসলামিক ভাষায় comment করবেন।
জাযাকাল্লাহ….
.
.
ফাটাফাটি