পোষ্টটি আসলে আমার লেখা নয়।আজকে এক ভাই আমাকে খুব জোর করে বল্ল যে ভাই ট্রিকবিডিতে আমার কোন একাউন্ট নাই তাই পোষ্ট করতে পারি না।সে বল্ল ভাই আমার ক্রেডিটে একটা পোষ্ট করে দেয়ার জন্য।যেহেতু সে বলছে তাই তার মনের আশাটা পূরন করে দিই।।।কোন সমস্যা হলে তার সাথে যোগাযোগ করুন নিচে তার ফেসবুক লিংক দিয়ে দিব।।
আশা করি সবাই ভাল আছেন। আমরা অনেকেই আছি যারা ক্লাউড স্টোরেজ ব্যাবহার করি। কিন্তু অনেকেই হয়তো জানেননা কিভাবে খুব সহজে ক্লাউডে ফাইল আপলোড করতে হয়। তো চলুন শুরু করা যাক।
প্রথমে es file explorer এ যান তারপর নির্দেশনা গুলো অনুসরণ করুন।
তারপর network এ ক্লিক করুন।
তারপর cloud এ ক্লিক করুন।
তারপর নিচের মতো একটা পেজ আসবে। তবে আপনাদের ওই লোগো গুলো এখনি আসবে না।
চিহ্নিত (+) প্লাস আইকন এ ক্লিক করুন। এই কাজটি করার সময় অবশ্যই ডাটা চালু রাখবেন। প্লাস আইকন এ ক্লিক করার পর নিচের মতো একটা পেজ আসবে। তারপর আপনার পছন্দমতো একটা ক্লাউড সিলেক্ট করুন। তবে এভাবে google drive এ কাজ হবে না। কিছুদিন আগে গুগল এটি বন্ধ করে দিয়েছে। ধরুন আমরা midia fire সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের মত আসবে। ঘর গুলো ভালভাবে পুরন করুন। তারপর ok ক্লিক করুন।
এবার চলুন দেখি কিভাবে অনেক গুলো ফাইল আপলোড করব?
কিছুক্ষণ অপেক্ষা করুন ফাইল আপলোড হয়ে যাবে।
ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।
আর ট্রিকবিডির সাথেই থাকুন।। ধন্যবাদ।।।
পোষ্ট ক্রেডিট :Apurba Biswas
.
Online a Free Book kivabe Pora Jay…
And saGolo Downlode kore kivabe app
Er Maddhome Pora Jay….A Neya post koren Plz