কথায় বলে মুখের কথা ফিরিয়ে নেওয়া যায় না। একইরকম ভাবে ফেরানো যায়না হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ। জীবনে একবার হলেও আপনি কাউকে মেসেজ পাঠিয়ে ভেবেছেন সেটা না পাঠালেই ভালো হতো। কিন্তু ততক্ষনে চলে গিয়েছে মেসেজটি। তারপর হাত কামড়িয়েছেন অনেকদিন।
আপনি কোন মেসেজ ফিরিয়ে নিলে প্রাপকের ফোনে সেই মেসেজটি আর দেখাবে না। পরিবর্তে প্রাপকের ফোনে দেখাবে “এই মেসেজটি ডিলিট কর দেওয়া হয়েছে।” ঠিক কবে বাজারে আসবে নতুন এই ফিচার তা এখনো জানা যায়নি। তবে অ্যানড্রয়েড ও iOS-এ হোয়াটসঅ্যাপে খুব শিঘ্রই এই ফিচার আসবে বলে আশা করা হচ্ছে।
One thought on "এবার মেসেজ পাঠিয়েও তা ফিরিয়ে নিতে পারবেন WhatsApp-এ"