যেখাবে পাবেন- বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র।ঢাকা।
মেলা শেষেও একই দামে ল্যাপটপটি ঢাকাস্থ টেলিফোন শিল্প সংস্থার প্রধান কার্যালয় এবং বিটিসিএল ভবন থেকে কেনা যাবে।
ল্যাপটপ এর ডিটেইল!
CPU – ইন্টেলের অক্টা কোর প্রসেসর।
Display – ১২.১ ইঞ্চির ডিসপ্লে।
RAM – ২ গিগাবাইট ডিডিয়ার ৩ র্যাম।
Hard Disk – ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক।
Grafix – ইন্টেল জিএম ৩১৫০ গ্রাফিক্স।
Other – ওয়াই-ফাই এবং ব্লুটুথ কানেকটিভিটি।
এছাড়াও ৮ জিবি স্টোরেজের পেনড্রাইভ পাওয়া যাচ্ছে মাত্র ২০০ টাকায়।
তথ্য সুত্র- ওনলাইন সংবাদপত্র ?
3G না থাকাই এখন ছবি দিতে পারলাম না । সন্ধাই ছবি যুক্ত করব ইনশাআল্লাহ!
শেষকথাঃ
এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।
আমাকে আউথার হইতে সাহায্য করেন প্লিজ।
কোন add থাকলে আমাকে দেন প্লিজ।।।।
হেল্প কম্মেন্ড