ট্রিকবিডিতে সবাইকে জানাই স্বাগতম।

আজ আমি আপনাদের মাঝে যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি তা হলো- কোনো প্রকার অ্যাপের ঝামেলা ছাড়াই যেকোনো ছবিকে কপি ও মিরর ইফেক্ট দেওয়া।

ঠিক নিচের ছবিটির মতো হবে:–

প্রথমে এখানে ক্লিক করুন

এরপর নিচের মতো একটি পেজ আসবে।তাতে আপনি “Choose File” লেখায় ক্লিক করে আপনার ছবিটি অ্যালবাম থেকে সিলেক্ট করে”upload now”তে ক্লিক করুন।

আমি নিচের ছবিটা দিয়েছি।

ছবি আপলোড দেওয়ার পর আরেকটি নতুন পেজ আসবে।সেখানে “download image”থাকা লেখাটাতে ক্লিক করে ডাউনলোড করে নিন।

না বুঝলে কমেন্ট করুন।

***ধন্যবাদ***

6 thoughts on "এবার কম্পিউটারের মতো ছবিকে Copy & Mirror করুন যেকোনো মোবাইল দিয়ে!জাভাতেও হবে।"

  1. Omar Sharif Sharkar SK SHARIF Author says:
    ট্রেইনার প্যানেলে স্বাগতম,,, আশা করি আরও ভাল কিচজু দেবেন
    1. M.T Sharif Ahmed Author Post Creator says:
      Thank you,vai.Inshaallah
    1. M.T Sharif Ahmed Author Post Creator says:
      Thanks,bro.
  2. Avatar photo Rahul Contributor says:
    গুড পোস্ট
  3. Avatar photo AH Raju Author says:
    আরও ভালো কিছু আশা করছি

Leave a Reply