আজ আমি যেই ট্রিক বলব এর মাধ্যমে একাউন্ট এ ডলার থাকা অবস্থায় লিমিটেড হয়ে গেলে , ডলার ফিরে পাবেন |
এর জন্যও কিছু নিয়ম আছে এবং মেনে চলতে হবে |
চলুন শুরু করা যাক
এই ট্রিক শুধু যদি আপনি “service and product” এ পেমেন্ট পেয়ে থাকেন তাহলে কাজে আসবে এবং যে পাঠাবে তার সাথে যোগাযোগ করতে হবে ।
পেপ্যাল একাউন্ট লিমিটেড থাকা অবস্থায়
একাউন্ট এ লগিন করুন ।
সম্পূর্ণ লিমিটেড হইলেও ডলার ফিরে পাবেন ।
এ অবস্থায় যে ডলার পাঠাইছে তার সাথে আপনাকে আগে যোগাযোগ করতে হবে এবং বলতে হবে যে translation history থেকে পেমেন্ট টি dispute করতে ।
তাহলে আপনার একাউন্ট এ যে ডলার আসছে সেটা hold হয়ে যাবে সাথে সাথেই ।
তারপর 4-5 ঘন্টা সর্বোচ্চ 1-2 দিনের মধ্যে পেপ্যাল আপনাকে একটি ইমেইল পাঠাবে তারপর আপনার একাউন্ট টি লিমিটেড থাকলেও resolution center অপশনটি অটোমেটিক্যালি চালু হয়ে যাবে ।
তারপর একাউন্ট টি তে লগিন করার পর resolution center চালু হলে
Resolution center এ যাওয়ার পর আপনাকে একটি response
দিতে হবে ।
Response দেওয়ার জন্য 10 দিনের মতো সময় দেয় । এ সময়ের মধ্যে আপনাকে response দিতে হবে । নয়তো resolution center অপশনটি বন্ধ হয়ে যাবে এবং ডলার refund করতে পারবেন না ।
Response দেওয়ার নিয়ম
Resolution center থেকে response অপশন এ ক্লিক করে
নিচের screenshot এর মতো আসবে ।
এবং ১ম অপশনটিতে টিক দিয়ে সাবমিট দিতে হবে ।
তারপর
এরকম আসলে refunded লিখে শেষ করতে হবে ।
সাথে সাথে যে আপনাকে ডলার সেন্ট করছিল তার একাউন্ট এ চলে যাবে ও আপনার একাউন্ট এর translation history তে refunded লেখা আসবে ।এবং তাকে বলে পূনরায় আপনি আপনার অন্য কোন একাউন্ট এ ডলারগুলো নিতে পারবেন ।
এটি মূলত ডলার refund সিস্টেম । এবং এই ট্রিক যদি আপনি service and goods types এ ডলার পেয়ে থাকেন তাহলে refund এর মাধ্যমে ডলার গুলো নিতে পারবেন ।
Friends and family (fnf) তে পাঠালে
তার জন্য অন্য ট্রিক অবলম্বল করতে হবে ।
তাই সবার সাথে শেয়আর করলাম । যেন এরকম সমস্যায় পরলে solve করতে পারেন । তবে refund সিস্টেমটা অনেকেই করতে পারে না বিভিন্ন কারণবসত ।
তার জন্য PayPal এর নিয়ম অনুযায়ী 180 দিন = 6 মাস পর লিমিটেড থাকা অবস্থায় ডলার থাকলে সেই ডলার আপনি যে কাউকে সেন্ট করতে পারবেন ।
তাই ডলার থাকা অবস্থায় একাউন্ট লিমিটেড হয়ে গেলে ভাববেন না যে ডলার আর ফিরে পাবেন না ।
পেপ্যাল কারো ডলার মেরে দেয় না, সময় মতো ডলার লেনদেন এর সুযোগ দিয়ে থাকে ।
আজ এ পরযন্তই ।
সবাই ভালো থাকবেন ।
এবং এরকম PayPal account এর সমস্যা হইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন
ফেইসবুকে
ধন্যবাদ সবাইকে |
---|
13 thoughts on "[ PayPal Trick ] পেপ্যাল একাউন্ট সম্পূর্ণ লিমিটেড থাকা অবস্থায় একাউন্ট এ ডলার থাকলে যেভাবে ফিরে পাবেন এবং যে কাউকে সেন্ট করতে পারবেন জেনে নিন ।"