• ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড- এ আই-ব্যাংকিং ফিচারটি এখন অত্যন্ত জনপ্রিয়। এর মাধ্যমে অনলাইনে বসেই আপনার এ্যাকান্টে লগ-ইন করার মাধ্যমে ব্যালেন্স দেখা থেখে শুরু করে টাকা পাঠানো, মোবাইল ও মডেম রিচার্জ সহ নানা ধরণের কাজ করতে পারবেন।  ব্যাংকিং এখন যখন তখনঃ
  • ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমে কর্মস্থলে, বাসায় বা চলার পঠে খুবই সহজ। নিরাপত ও দ্রুত সেরে নিয়া যাবে আপনার ব্যাংকিং চাহিদার প্রায় সব টুকুই। দিনরাত  ২৪ ঘন্টায় আপনার হাতের লাগালে।
  •  Two factors authentication (login password & One time Key) এর মাধ্যমে বিশ্বের যে কোন স্থানে থেকে ২৪ ঘন্টা ঝুকিমুক্ত ব্যাংকিং ।
    নতুন ডিভাইস থেকে লগ ইন এর ক্ষেত্রে One Time Key এর মাধ্যমে Authentication চাওয়া ।
  • ঝুকিমুক্ত ব্যাংকিং সেবাঃএকাউন্ট ব্যালেন্স/স্টেট্মেন্ট/ক্লিয়ারিং
  • একাউন্ট ব্যালেন্স ও স্টেট্মেন্ট চেক করতে পারবেন।
    ক্লিয়ারিং সংক্রান্ত যাবতিয় তথ্য পাবেন।
  • বৈদেশিক স্থানান্তরঃ
  • বৈদেশিক লেন্দেন বিবরণী পাবেন।
    বিল ক্রয়ের বিবরণী পাবেন।
    FC বিল গ্রহনের বিবরণী।
    FC বিল Negotition এর বিবরণী।
    Foreign TT পরিশোধের বিবরনী।
  • টাকা স্থানান্তরঃ
  • ইসলামী একাউন্টের যে কোন একাউন্টে তাৎক্ষণিক টাকা স্থনান্তর।
    অন্য ব্যাংকের একাউন্টে BEFTN এর মাধ্যমে স্থানান্তর।
  • ইসলামী ব্যংকের যে কোন একাউন্টের টাকা স্থানান্তরে শর্ত ও চার্জঃ
  • দৈনিক সর্বোচ্চ ৫০০০০০ এবং সর্বোচ্চ ১০ বার।
    চার্জ টাকা ০.২৫ হাজার
    সরনিম্ন চার্জ ৫ টাকা
    সর্বোচ্চ চার্জ ১০০ টাকা
  • অন্যান্য সুবিধাঃ চেক রিকুইজিশন
    ইনভেস্টমেন্ট একাউন্ট স্টেটমেন।
    হিসাবে Stop Payment নির্দেশনা।
    হিসাবে No Withdrawal নির্দেশনা।
    বিনিয়োগ হিউসাবে স্টেটমেন্ট।
  • স্কুল ফিস পেমেন্ট।
  • ই-কমার্স এর মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়, মার্চেন্ট পেমেন্ট ও ট্রেনের টিকেট ক্রয়।
  • মোবাইল রিচার্জ একডম ফ্রি।

আমার এই পোস্ট যদি ভাল লাগে প্লিজ আমার এই সাইট থেকে ঘুরে আসুন tech4kbd

3 thoughts on "আপনি কি জানেন ইসলামী ব্যাংকের IBanking কি? জানতে হলে এই পোস্ট পড়ুন"

  1. Muminul Islam Contributor says:
    উপকৃত হলাম, সুন্দর পোষ্ট

Leave a Reply