ট্রিকবিডির সবাইকে জানাই স্বাগতম!
আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালেই আছেন।
আমার আজকের এই পোস্টটি সবথেকে বেশি কাজে লাগবে জাভা ব্যবহারকারীদের।কেননা,এতে নেই কোনো অ্যাপের ঝামেলা।
পোস্টের টাইটেল দেখে ইতিমধ্যে অনেকেই বুঝে গিয়েছেন আজকের পোস্টের টপিক সম্পর্কে।
তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে যেকোনো ফাইলকে অ্যাপের ঝামেলা ছাড়াই জিপ (zip) ফরম্যাটে পরিবর্তন করবেন।
কার্যপ্রণালি:
প্রথমেই এখানে ক্লিক করে ওয়েবসাইটটিতে যান।
নিচের মতো একটি পেজ আসবে…
উপরে দেখুন “Choose File” নামে একটি অপশন দেখা যাচ্ছে।ওখানে আপনার পছন্দমতো ফাইল সিলেক্ট করে আপলোড দিন।
পরবর্তী পেজে দেখুন আপনার ফাইল কনভার্ট হয়ে জিপ ফাইলে পরিণত হয়ে গেছে।এবার ডাউনলোড করে নিন।
চাইলে আপনি আপনার ফাইলের লিংক দিয়েও সরাসরি ফাইলটিকে জিপে কনভার্ট করতে পারবেন।সেক্ষেত্রে লিংক দেওয়ার ঘরটায় আপনার ফাইলের লিংক দিয়ে “Choose File” লেখায় ক্লিক করুন।তাহলেই দেখুন পরবর্তী পেজে ফাইলটি কনভার্ট হয়ে গেছে।এবার ডাউনলোড করে নিন।
**ধন্যবাদ**
using this site from 2013