যখন কোন নতুন Cryptocurrency (Bitcoin, Litecoin বা Ethereum-এর মত) অনলাইনে আসে তখন প্রথমবস্থায় ঐ Cryptocurrency কম দামে তাদের কয়েন/টোকেন বিক্রি করে। এই সময়ে উক্ত কারেন্সিটি তার ক্রেতা বা ব্যবহারকারী বৃদ্ধি করার জন্য মুলত এই অফারটি দেয়। একজন বিনিয়োগকারী এই সময়ে উক্ত কয়েন Discount Price এ কিনে রাখলে পরবর্তিতে আসল দামে বিক্রি করে টাকা আয় করতে পারবেন। তবে সব কয়েন এ যে ঠিকে থাকবে থা বলা যায়না, কেননা Cryptocurrency website গুলাও স্কাম করে। আমরা বাঙ্গালিরা যেহেতু রিস্ক নিতে চাইনা এজন্য একটি রিস্কবিহীন পদ্ধতি আছে। তা হল Free Coin Offering বা Airdrop ও বলে। এটা মুলত ICO-এর ই একটি রুপ। এখানে সাইন আপ এর উপর ফ্রিতে কয়েন দেয়া হবে। কিছু ক্ষেত্রে ICO-এর অফিসিয়াল Telegram/Facebook/Twitter এ লাইক, ফলো করতে হয়।

বিটকয়েন এর বাজারদর ২০১০ সালে ১ ডলার এর চেয়েও কম ছিল, কিন্তু এখন তা $12000+। আপনি যদি ১০-২০ সাইটে ফ্রি কয়েন জমা রাখেন এবং তার মধ্যে অন্তত ৫টি সাইট ঠিকে থাকে তাহলে কয়েকশ ডলার অনায়াসে কামাতে পারবেন।

 

সেরা দশটি Free Coin Offering Sites

সাইটগুলুর লিঙ্কের জন্য এখানে ভিজিট করুন।

  1. Sphere : এটি একটি সোস্যাল মিডিয়া। সাইন আপের সাথে ৫০ SAT token পাবেন।
  2. ATC : ১,০০০ ATC token সাইন আপের সাথে পাবেন। তাদের এফিলিয়েট প্রোগ্রাম দিয়ে আরো কয়েন আয় করতে পাড়বেন।
  3. Ucash : সাইন আপের সাথে পাবেন ৩০০.আরো-কিছু কয়েন। সরাসরি আপনার Ethereum wallet এ withdraw করতে পারবেন।
  4. VC : সাইন আপ এবং মেইল বেরিফাই করে ১০০ টোকেন পাবেন। যার এখনকার বাজারদরই $20।
  5. Pm7 : এই ICO-program টিও $20 সমমূল্যের কয়েন ফ্রিতে দিচ্ছে।
  6. LC : সাইন আপ করে একটি নির্দিষ্ট পরিমান কয়েন পাবেন।
  7. RingCorp : একটি RC টোকেন এর বর্তমান দাম $0.75। সাইন আপ করার সাথে আপনাকে ৫টি কয়েন দেয়া হবে।
  8. Hedgeconnect :এই সাইটও ৫টি HC টোকেন দিচ্ছে।
  9. Refereum : এটা একটি গেমিং কমিউনিটি। সাইন আপের সাথে ১০পয়েন্ট পাবেন।
  10. Upcoin : এটা স্কাম হতে পারে বা নাও হতে পারে। তবুও চান্স নেয়া ভালো। $500 ডলারের মত টোকেন ফ্রি তে সাইন আপের সাথে দিচ্ছে।

ব্লকচেইন একটি যোগান্তকারী প্রযুক্তি এবং অনেকেই এর ব্যবহার করে অনেক টাকা আয় করছেন। এই সাধারন কাজের মাধ্যমে আপনিও সহজে টাকা আয় করতে পারবেন। কোন প্রশ্ন থাকলে যেকোন প্লাটফর্মে আমাকে মেসেজ করতে পারবেন With Username @hmmlchy ।

11 thoughts on "সেরা দশটি ICO থেকে ফ্রি তে কয়েন নিয়ে নিন"

  1. mdraselheart Contributor says:
    bro ai dollar coinbase nibo kevaba???
    1. Himel Chowdhury Contributor Post Creator says:
      অধিকাংশ ico/Cryptocurrency এর জন্য Ethereum wallet লাগে। এজন্য http://www.myetherwallet.com এ একটি একাউন্ট খুলতে হবে। ঐ সাইটে​ withdraw করার পর, সাইট থেকে coinbase এর Ethereum address কয়েন/ইথার সেন্ড করে coinbase এ আনতে পারবেন।
  2. mrmizan Contributor says:
    উইড্র কখন কিভাবে করবো? বিস্তারিত বলেন ভাই।
    1. Himel Chowdhury Contributor Post Creator says:
      অধিকাংশ ico/Cryptocurrency এর জন্য Ethereum wallet লাগে। এজন্য http://www.myetherwallet.com এ একটি একাউন্ট খুলতে হবে। ঐ সাইটে​ withdraw করার পর, সাইট থেকে coinbase এর Ethereum address কয়েন/ইথার সেন্ড করে coinbase এ আনতে পারবেন।
  3. S A JONY Contributor says:
    Widraw korte ki alada alada walleye site lagbe ?? Kivabe – kokhon kora jabe bistaritoh bolun ?????
  4. mdraselheart Contributor says:
    Bro apnr fb id din. Or phne namber din
  5. mdehsanurrahman Contributor says:
    age kunta kunta theke payment paicen?
  6. Imran Hossain Contributor says:
    refer link den too
  7. Imran Hossain Contributor says:
    ভাই wi কবে বলে দিবেন
  8. OWAKIABUL MOLLA Contributor says:
    Vai khub kosto Kore myetherwallet a ac khulesi…akhon ucash kivabe nebo abong coinbase a kivabe send korbo.pls a niye akta post korun.pls pls pls pls..abong token or airdrop somporke bistarito ak ta post korun pls..asha kori choto vaier request ferot pathabenna

Leave a Reply