• এই টপিকস টা নিয়ে আগেও ট্রিকবিডিতে
পোস্ট হয়েছে, অনেকেই সুন্দরভাবে লিখেছেন
তবে জিপ ফাইল আনজিপ করার পয়েন্ট টা
অস্পষ্ট তাই আমি আরেকটু বিস্তৃত পরিসরে
গুছিয়ে লেখার চেষ্টা করেছি।
জানিনা সফল হতে পেরেছি কিনা,
বাকিটুকু বিচার করার দায়িত্ব আপনাদের।
ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
• যাইহোক,
বাংলা সাবটাইটেল যোগ করে মুভি দেখতে
হলে সর্বপ্রথম আপনার ফোনে একটি
আনজিপার আ্যপ থাকতে হবে
Zarchiver অথবা Es file xplorer
অথবা অন্য কোনো জিপ ফাইল আনজিপ
করা যায় এমন কোনো আ্যপ হলেই চলবে।
তো আমি আপনাদেরকে Zarchiver
দিয়েই দেখাচ্ছি,
আমার মতে Zarchiver আ্যপ টিই বেস্ট।
এটা আপনারা প্লে স্টোরে Zarchiver
লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।
• তো Zarchiver ইন্সটল দেয়ার পর
আপনি যে মুভি সবটাইটেল দিয়ে দেখতে
চাচ্ছেন সেটির সাবটাইটেল গুগল থেকে
খুঁজে বের করবেন,
অথবা Subscene
এই সাইটেও
খুঁজতে পারেন, যদি সাবসিন থেকে সাবটাইটেল ডাওনলোড করেন সেক্ষেত্রে, আপনি যে মুভির সাবটাইটেল খুঁজছেন সেটির নাম একদম
সঠিকভাবে সার্চবক্সে লিখুন…ভুল লেখলে
কিন্তু রেজাল্ট আসবেনা।
ধরুন আমি Kingsman: The Golden Circle
মুভিটি বাংলা সাব দিয়ে দেখতে চাচ্ছি তাহলে
এভাবে মুভির নাম ঠিকভাবে লিখে সার্চ করবেন
• এরপর দেখুন সার্চ রেজাল্ট চলে এসেছে
ছবির নামে ক্লীক করুন।।
• দেখবেন অনেক ভাষাভাষী অনেকগুলো
সাবটাইটেল এসেছে এখন এখান থেকে
ডাওনলোড করার পর দেখুন ফাইলটি
জিপ ফরম্যাট এ আছে..
এখন আমাদের দরকার Srt ফাইল যেটা আমরা
Mx player দিয়ে প্লে করাবো।
জিপ ফাইলটি Zarchiver দিয়ে ওপেন
করুন সাবটাইটেল এর উপর ক্লীক করুন
Extract এ ক্লীক করুন
যেকোনো একটা ফোল্ডার সিলেক্ট করুন
মুভিটি যে ফোল্ডারে আছে সে ফোল্ডার
সিলেক্ট করলে বেশি ভালো হয়।
তো এক্সট্রাক্ট করার পর দেখুন Zip
ফাইলটি Srt ফাইলে রুপান্তরিত হয়ে গেছে
এটাই আমাদের প্রয়োজন ছিলো।
এবার আপনি গ্যালারি কিংবা Mx player
থেকে মুভিটি ওপেন করুন…
ওপেন করার পর Mx player এর
উপরে ডানপাশে কর্নারে দেখুন তিনটি
ডট চিহ্ন আছে ক্লীক করুন।
এরপর
Subtitle লেখায় ক্লীক করুন
এর পর Open এ ক্লীক করুন।
এরপর যে ফোল্ডারে সাবটাইটেল এক্সট্রাক্ট
করে রেখেছেন সে ফোল্ডারে চলে যান।
তারপর Srt ফাইলটিতে ক্লীক করুন।
দেখবেন আপনার কাঙ্খিত বাংলা সাব
আ্যড হয়ে গেছে।।
• এবার আসি সাবটাইটেল টাইমিং সমস্যার
সমাধানে।।
অনেক সময় দেখা যায় মুভির রিপের সাথে
সাবের মিল থাকেনা কিংবা সাবটাইটেল
এর রান টাইম এ একটু গড়মিল থাকে।
এক্ষেত্রে কি করবেন চলুন দেখে নেয়া যাক।
Subtitle লেখায় ক্লীক করবেন
Synchronization এ ক্লীক করবেন।
Synchronization এ ক্লীক করার পর
ডানপাশে নিচের দিকে দেখুন
(+) (-) দুটো বাটন আছে।।
আগে কিছুক্ষণ মুভিটা দেখে বাটন দুটোয়
ক্লীক করে সাবের টাইমিং ঠিক করে নিন।।
• তো এভাবেই বাংলা সাব দিয়ে আপনারা
বাংলা, হিন্দী, কোরিয়ান যেকোনো ভাষাভাষী
মুভি দেখতে পারবেন।
আশা করি বুঝতে পেরেছেন।
তারপরও না বুঝলে নিচের ভিডিওটি
দেখুন।।
বাংলা সাব সম্পর্কিত কোনো সমস্যা
থাকলে কমেন্টে জানাতে পারেন।
• আর হ্যা, সাবটাইটেল অনুবাদ করা
অনেক কষ্টের কাজ।।
যারা সাবটাইটেল অনুবাদ করেন তারা
এর জন্য কোনো বেনিফিট পান না।
নিতান্তই শখের বশে দিন রাত পরিশ্রম
করে সাব অনুবাদের কাজ করে থাকেন।
তাই আমাদের উচিত ওনাদের সাবটাইটেল
এ Good রেটিং দিয়ে আরো বেশি বেশি
সাব অনুবাদের জন্য উৎসাহ প্রদান করা।
সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন
আল্লাহ্ হাফেজ।
এই সব গুলোই জানতাম আগে থেকে।
সুধু টাইমিং সমস্যার সমাধান টা জানতাম না।
অন্তত এইটা তো শিখতে পারলাম…..।
ক্যারি অন।
কথা কি হিন্দি এ থাকবে..
বিভিন্ন সাইটে পাবেন।
MX Player দিয়ে সেট করা যাবে।
অডিও সাইজ একটু বেশি।
ব্রডব্যান্ড না থাকলে আলাদাভাবে ডাউনলোড করে দেখা সম্ভব নয়।
mail kaj korchena onnokono vabe ki Contact
korar kono way ache?
আমরা ফেইসবুক পেইজ থেকে রিপ্লাই দিইনা।
নতুন ভার্সনে সরাসরি ট্রিকিবিডি থেকেই আমাদের সাথে যোগাযোগ করা যাবে।
ekta post delete korte hoy..
post er title e likhe deowa ache.
সেখানে অলমোস্ট প্রায় সব ভাষাভাষী
মুভির সাব আছে…
আর আমাদের বাংলাদেশী সাব মেকার
ভাইরাও সাবসিনে সাব আপলোড দিতে
বেশি পছন্দ করে।।
আর সাবসিন থেকে বিসাব নামালে অবশ্যই
রেটিং দিয়ে সাব মেকারদের উৎসাহিত করবেন।
ধন্যবাদ।
টাইমিং সেট করাটা আজকে শিখলাম..
Carry on bro ?
**সুন্দর পোষ্ট**
বাই দ্যা ওয়ে,মন্তব্যের জন্য ধন্যবাদ!!
আমার মোবাইলে কোনো রকম এপ্পস ইনেস্টল হচ্ছে না,,,
apps not installed এই রকম লেখা আসে,,,,,plz,,কেউ হেপ্ল করেন
চেষ্টা করবো!
দোয়া করবেন।। ?
যার ডাউনলোড করার লিংক বা এ্যাড্রেস মনে নাই।
আর ইচ্ছে হলে আমার ইউটিউব চ্যানেল থেকে
ঘুরে আসতে পারেন… গুগলে HasibNahar লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।
কিন্তু দ্বিতীয় অংশে সিনক্রোনাইজেশন এর বিষয় টা ক্লিয়ার হলো না,, মানে সিনক্রোনাইজেশন কিভাবে করতে হবে সেটাই বলেন নি,, প্লাস/মাইনাস ব্যবহার করে সিনক্রোনাইজেশন করতে বললেন,,
কিন্তু সেটা কিভাবে করবো???
প্লাস দিলে কি হবে? আর মাইনাস দিলে কি হবে সেটাই যদি না জানি তো কিভাবে সিনক্রোনাইজেশন করবো,,
ধন্যবাদ