আজকে আমি আরেকটি মেইল বিষয়ক পোস্ট নিয়ে হাজির হয়েছি। তাও আবার জিমেইল (GMail) নিয়ে। এর আগেও আমি জিমেইল নিয়ে আরো কয়েকটি পোস্ট করেছি। হয়তো আপনারা যারা আমার পোস্ট ফলো করেন, তারা দেখে থাকবেন। আপনারা হয়তো বলতে পারেন, আমি কেন সবসময় জিমেইল নিয়েই পোস্ট করি? অন্য কোনো মেইল নিয়ে পোস্ট করিনা। আসলে বর্তমানে অধিকাংশ মেইল ব্যবহারকারীই জিমেইল ব্যবহার করে থাকেন। তাই আমিও জিমেইলের বিভিন্ন টিপস নিয়েই পোস্ট করি। তো চলুন আসল কথায় আসা যাক। আজকে আমরা এই পোস্টের মাধ্যমে শিখবো কিভাবে জিমেইল আইডি সম্পূর্ণভাবে ডিলেট করা যায় অথবা যেকোনো তথ্য ডিলেট করা যায়। তো চলুন শুরুতে এতো কথা না বাড়িয়ে নিচে স্ক্রিনশটসহ বিস্তারিতভাবে জানা যাক।
বিভিন্ন কারণে আমাদের জিমেইল অ্যাকাউন্ট ডিলেট করতে হয় বা তথ্য মুছে ফেলতে হয়। একজন এক-এক সমস্যার কারণে করে থাকেন। তাই আর এখানে কোনো সমস্যার কথা মেনশন করলামনা। তো প্রথমে আপনি যেকোনো একটি ইন্টারনেট ব্রাউজার অপেন করুন। (আমি এখানে মোবাইল দিয়ে দেখাচ্ছি, পিসিতেও একই সিস্টেম।)
তারপর এই লিংকে https://accounts.google.com ক্লিক করুন।
তারপর আপনার জিমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন (যে অ্যাকাউন্টটি ডিলেট করতে চান)। আর সাইন ইন করা থাকলে উপরের স্ক্রিনশটের মত Account Settings অপশনে ক্লিক করুন।
তারপর যে পেইজ আসবে সে পেইজ স্ক্রল করে নিচে যান এবং উপরের স্ক্রিনশটের মত Account Preferences অপশনের নিচে দেখুন Delete your account or services অপশন আছে ওটাতে ক্লিক করুন।
তারপর উপরের স্ক্রিনশটে দেখুন দুইটি অপশন আছে। প্রথম অপশনটি হলো Delete Products আর দ্বিতীয় অপশনটি হচ্ছে Delete Google Account or Data.
প্রথম অপশন Delete Products-এর কাজ হচ্ছে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে, এর মাধ্যমে আপনি যত ধরনের কাজ করেছেন সেগুলোর ডাটা বা তথ্য ডিলেট করতে পারবেন। এই কাজটা করতে Delete Products অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর উপরের স্ক্রিনশটের মত একটা পেইজ আসবে। পেইজটা দেখলেই বুঝতে পারবেন যে এটার কাজ কি? এটার কাজ হলো, জিমেইল আইডির ম্যাসেজ, যদি এই অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট খুলেন তাহলে সেটার তথ্য, আবার যদি গুগল প্লাস আইডি খুলেন তাহলে সেটার তথ্য ইত্যাদি। এগুলোর সবগুলোর তথ্যই আপনি আলাদা আলাদাভাবে ডিলেট করতে পারবেন। ডিলেট করতে ডিলেট আইকনে ক্লিক করুন।
দ্বিতীয় অপশন Delete Google Account or Data-এর কাজ হচ্ছে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে আজীবনের জন্য ডিলেট করে দেওয়ার অপশন। আপনার জিমেইল অ্যাকাউন্টটি ডিলেট করতে Delete Google Account or Data অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন উপরের স্ক্রিনশটের মত একটা পেইজ আসবে। এখানে আপনাকে ভেরিফাই করার জন্য আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ড দিয়ে NEXT বাটনে ক্লিক করুন।
এইবার দেখুন আরেকটি পেইজ এসেছে, পেইজটি স্ক্রল করে নিচে চলে যান। তারপর দুটো অপশনে টিক চিহ্ন দিয়ে DELETE ACCOUNT-এ ক্লিক করুন। ব্যাস! এইবার আপনার জিমেইল অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে ডিলেট হয়ে গেল।
আজকের মত আমার পোস্টটি এখানেই শেষ করলাম। তবে একটা কথা, এই পোস্টটি আপনাদের কাছে কেমন লাগলো? তা কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন এবং কাজের বাংলাদেশী সফটওয়্যার ও গেমস সম্পর্কে জানতে www.BanglarApps.ml এই সাইটে ভিজিট করতেও কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ! আমার নিজের তৈরি করা সকল পোস্ট দেখতে এবং অন্যান্য বিষয়ক পোস্ট দেখতে আমার ব্লগ সাইটে www.OwnTips.ml ভিজিট করুন।
বিঃ দ্রঃ কিছু কিছু সাইটের অ্যাডমিন অথবা বিভিন্ন সাইটে পোস্টকারীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের পোস্ট হুবুহু কপি করে অন্য সাইটে পোস্ট করে থাকেন। পোস্ট করেন ভালো কথা কিন্তু ক্রেডিটটাতো দিতে পারেন। অন্যান্যরা আবার কিছু মনে করবেন না। আসলে আমি কয়েকটি সাইটে আমার পোস্ট হুবুহু কপি করে পোস্ট করতে দেখেছি। তাই ওনাদের উদ্দেশ্যে একটু বললাম আরকি।
দক্ষ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি….
Thanks.