Dear Gamers,
একটু কষ্ট করে পূরো পোস্ট টা পড়ার অনুরোধ রইল ।
Esports Bangladesh শুনে অবাক হউয়ার কিছুননেই । eSports কথাটার মানে হচ্ছে Electronic Stports
আর ESL হচ্ছে Electronic Sports League . মূলত বিভিন্ন দেশের নামি দামি গেমিং টীম গুলোই এই লিগ এ অংশ নেয় এবং এর পরিসর অনেক বড়। বিশাল স্টেডিয়াম এর চারিদিকে দর্শক রা বসে থাকে। তার মাঝে গেমার রা গেমস খেলে । আর বড় পর্দায় তা দেখানো হয়। পছন্দের দল কে উৎসাহ দিতে লক্ষ লক্ষ দর্শক সেখানে উপস্থিত হয়। ঠিক যেমন টা আমার বাংলাদেশের ক্রিকেট খেলায় স্ট্যাডিয়াম এ গিয়ে দেখি আর উৎসাহ দেই করতালি দেই। আবার মানুষ যেন ঘরে বসেও খেলা উপভোগ করতে পারে সেজন্য ম্যাচ গুলো Facebook , YouTube , Twitch এ লাইভ দেখানো হয়। ঠিক যেমন টা আমরা টিভিতে ক্রিকেট বা ফুটবল খেলা দেখি । গেমার রাও এভাবে খেলা উপভোগ করে।
ESL এর ব্যাপারে জানতে কষ্ট করে Google মামা কে “ESL” লিখে প্রশ্ন করুন। অনেক তথ্য পেয়ে যাবেন ।

Image may contain: one or more people and crowd

আমরা যারা ESL সম্পর্কে জানি ই না ধরে নিতে হবে গেমিং ওয়ার্ল্ড নিয়ে তাদের ধারণা টা খুবই কম। আসলে ব্যাপারটা অনেকটা এরকম যে , আমি ফুটবল খেলি কিন্তু “Fifa” কি তাই জানিনা।
এখন হয়ত অনেকেই বলেবন আমি ছোট থেকে গেম খেলে বড় হয়েছি কিন্তু ESL এর ব্যাপারে জানিনা বলে আমার গেমিং নিয়ে জ্ঞান নেই ?
আসলে ব্যপারটা এরকম না। বাংলাদেশে প্রচুর মানুষ গেমস খেলে। অনেকের ই নেশা এটা। অধিকাংশ মানুষ দিনের দিনের পর গেমস খেলে পার করে দিচ্ছে।

 

cinema, dark, display
আর অনেকেই প্রশ্ন করে থাকে , গেমস খেলে কিভাবে টাকা আয় করা যায়? এটার উত্তর টা খুবই সহজ। গেমস খেলে টাকা আয় করাটা এখনও আমাদের দেশে খুব একটা সহজ কাজ না। কারণ , আমরা এতটা ডেডিকেশন দেইনা। এমনকি দেশের মধ্যে যে প্রতি মাসেই গেমিং টূর্নামেন্ট হচ্ছে আর গেমার রা সেখানে গিয়ে একসাথে বসে কম্পিটিশন এ অংশ নিচ্ছে এটাই অনেকে আজ প্রথম শুনছেন হয়ত।
ভাবতেই অবাক লাগে ! আমি সবসময় একটা কথা বলি , যেহেতু গেমিং জিনিস টা টেকনোলজির সাথে যুক্ত আর গেমার দের মূল টার্গেট থাকে গেমস গুলোর মিশন বা অব্জেক্টিভ পার করা … তার মানে গেমার রা জটলা খুলতে বেশ ওস্তাদ হয়। অর্থাৎ তারা স্মার্ট।
কিন্তু দুঃখের ব্যাপার, আমরা আমাদের এই স্মার্টনেস টা বুঝতেই চাইনা। আসলে এই দেশে থেকে একজন গেমারকে কিছু করতে হলে আগে দলবদ্ধ হতে হবে। একসাথে কাজ করতে হবে।

advertisement, businessman, hands
গেমিং টুর্নামেন্ট গুলো সম্পর্কে আপডেটেড থাকতে হবে। অনলাইন টুর্নামেন্ট গুলোর ইভেন্ট গুলোকে শেয়ার এর মাধ্যমে সবার কাছে খবর পৌছে দিতে হবে যেন সবাই জানতে পারে এখানেও বড় বড় আসর জমছে। ইভেন্ট গুলোকে যত বড় আকারে নিয়ে যাওয়া যাবে ততই গেমিং আসর আর আয়োজন আরো বড় হতে থাকবে।
হয়ত এভাবেই এর প্রসার এর মাধ্যমে একদিন বাংলাদেশেও ESL এর মত বিশাল আসর জমবে যেখানে লক্ষ লক্ষ দর্শক দের বসার জায়গা থাকবে।
একটা বিষয় খেয়াল করেন তো , আপনি যখন নিজের মতো গেমস খেলে দিন পার করে দিচ্ছেন আপনার মতোই অনেক গেমার চিন্তা করছে কিভাবে বাংলাদেশে ESL এর মত আসর জমানো যায় যাতে একটা সময় বাংলাদেশের মাটিতেও গেমিং কে পেশা হিসেবে গ্রহণ করে মানুষ বলতে পারবে আমি গেমার 🙂
আমি অমুক টিম এর প্লেয়ার ।
তখন বাবা-মা গেমস খেললে বকুনি দিয়ে উঠে যেতে বলবেনা। তখন আর গেমস খেলাটা কে সময় এর অপচয় বলেও আখ্যায়িত করা হবেনা।

আমার মত এই স্বপ্ন অনেকেই দেখেন। স্বপ্ন দেখলেই তো হবেনা। তা বাস্তবে রুপান্তর করার জন্যে চেস্টা করতে হবে ।

এই ব্যাপার গুলো মাথায় রেখেই আমরা কিছু ইভেন্ট আয়োজন করতে যাচ্ছি । এই ইভেন্ট গুলোর মূল উদ্দেশ্য গেমার্স দের জন্য একটা প্লাটফর্ম তৈরি করা। আমাদের দেশে বেশ কিছু মানসম্পন্ন টিম রয়েছে। তারা নিয়মিত ল্যান টূর্নামেন্ট আর অনলাইন টুর্নামেন্ট খেলছে। কেউ কেউ ESL এও অংশ নিচ্ছে। তাদের মতো একজন যান আপনিও হতে পারেন এবং আপনার সাফল্য যাতে অন্য মাত্রায় আপনাকে নিয়ে যায় সেজন্য আপনাকেই এই প্লাটফর্ম তৈরিতে অবদান রাখতে হবে।
আমরা কিভাবে অবদান রাখতে পারি তা আরেকটি পোস্ট এ আলোচনা করব।

আপাতত সবার কাছে আমার প্রত্যাশা থাকবে ,গেমিং ইভেন্ট গুলোতে “Going” অথবা “Interested ” দয়ে ইভেন্ট সম্পর্কে আপডেট থাকার পাশাপাশি ম্যাচগুলো লাইভ স্ট্রিম এ উপভোগ করা এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেয়া 🙂

stock photo, park, yellow, sign, wisdom, path, words, share, hyde-park, westernaustralia, meaning, wise, perth

Event Link : https://www.facebook.com/events/157050825110376

Live Stream Channel Linkhttps://www.youtube.com/watch?v=PEb8xWmU62Q

যদি ম্যাচগুলো মিস করতে না চান তাহলে বুদ্ধিমানের কাজ হবে আপনি যদি চ্যানেল তে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকন এ ক্লিক করে রাখেন।তাহলে কোন লাইভ শুরু হলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে 🙂

আর পোস্ট এবং ইভেন্ট যদি সবাই শেয়ার না করি তাহলে আমাদের সেই স্টেডিয়াম ভর্তি দর্শক গ্যালারি নিয়ে গেমিং এর আয়োজন স্বপনই থেকে যাবে 🙁

#GOB_eSports_Bangladesh_Tournaments
প্রথম ইভেন্টঃ GIGABYTE PRESENTS GOB GAMING FEST 2k18 – Call Of Duty 4
Server Sponsored by : DOZE INTERNET

দ্বিতীয় ইভেন্টঃ GIGABYTE PRESENTS GOB GAMING FEST 2k18 -Rainbow Six Siege
তৃতীয় ইভেন্টঃ Upcoming
এভাবে নিয়মিত ইভেন্ট চলতে থাকবে এবং যখন অনেক অনেক সাড়া পেলে আমরা আর ঘরে বসে থাকবনা। আমাদের সুবিশাল আয়োজন হবে 🙂 আমরা সবাই মিলে একসাথে খেলা দেখতে যাব ইনশাল্লাহ 😀
সেদিন টাও হয়ত আর বেশি দূরে নেই 

 

Post Credit: GAMERS OF BANGLADESH MOD ( FAYSAL KHAN)

20 thoughts on "eSports_in_Bangladesh? সত্যি? আপনি একজন গেমার হলে এইটা হয়ত আপনার স্বপ্ন, চলুন না জানলে অজানা কিছু জানি"

  1. খুবই চমকপ্রদ তথ্য জানতে পারলাম।ধন্যবাদ
  2. BlaCk & WhitE (TaNjiD) Author says:
    যোদ্ধ, মাল্টিপ্লেয়ার এ ওস্তাদ আমি।।। অনেক মাল্টিপ্লেয়ার গেমে আমি ঢুকলে। সবার দিন খারাপ যায়। আমি অংশ নিতে চায়। তবে কিভাবে অংশ নিতে পারবো
    1. Kafihasan Contributor Post Creator says:
      ইভেন্টে ইন্টারেস্টেড এ ক্লিক করুন, বিস্তারিত ঐখানে পাবেন
  3. Soyeb Khan Author says:
    ভালো কথা জানালেন… tnx
  4. American Boy[Asif] Contributor says:
    np?? sata aci amio
  5. Mahdi Hasan Contributor says:
    Hmmm,
    nice, ESL Ajkei janlam.
    Thanks.
  6. Neymar Jr Contributor says:
    i want join.
    but how to???
    1. Kafihasan Contributor Post Creator says:
      ইভেন্টে ইন্টারেস্টেড এ ক্লিক করুন, বিস্তারিত ঐখানে পাবেন
  7. Istiak A Contributor says:
    Ostir Post Vai
  8. MD MASUD RANA Author says:
    bro post val kinto amra to mod geme khele shobaire haraidei
    1. Kafihasan Contributor Post Creator says:
      অনলাইন গেমে মোড? লল! ব্যান খাবেন, গেম আর খেলা লাগবে না
  9. IMDAD SHUVRO Author says:
    তেমন একটা ভালো নয়
    1. Kafihasan Contributor Post Creator says:
      লল! ইগনোর করেন তাইলে! কমেন্ট করে এটেনশন সিক করতে কে বলেছে আপনারে?
  10. Durjoyfb Contributor says:
    Awesome post
    Bf1,ww2 agolo ki asa
    1. Kafihasan Contributor Post Creator says:
      COD 4 আছে

Leave a Reply