আসসালামু আলাইকুম
আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চরম এক ট্রিক।trickbd তে আমরা অথর রা যখন পোস্ট করি তখন অনেক বিষয় contributor রা বুঝতে পারে না।এর জন্য কমেন্ট এ বুঝে নেওয়ার সুযোগ আছে।
কিন্তু অনেক সময় দেখা যায় comment এ সমস্যা ভালো বোঝা যায় না।তাই contributor রা ফেসবুকে screenshoot দেখানোরর চেষ্টা করে।কয়েকদিন আগে আগে আমার পোস্ট এ একজনের সমস্যা হয়।কিন্তু কমেন্ট এ বুঝতে পারছিলাম না।এসব কারনে অনেকে আবার দাবি করে যে কমেন্ট এ ছবি আপলোড এর সিস্টেম করার।কিন্তু আমার মনে হয় এতে শেখার পরিবেশ নস্ট হবে।
তাই আমি ককিছুদিন যাবত চেষ্টা করছিলাম কিভাবে কন্ট্রিবিউটরদের ছবি অথর রা দেখতে পারে।কিন্তু আজ থেকে আর fb তে যাওয়ার দরকার হবে না।আজ আপনাদের শেখাবো কিভাবে কমেন্ট এর মাধ্যমে contributor রা কিভাবে তাদের screenshoot অথরদের দেখাবেন।এবং সমস্যার সমাধান নিন
কন্ট্রিবিউটরদের কাজঃ
প্রথমে একটি ফটো আপলোড করুন স্বাভাবিক ভাবে।
এরপর trickbd এর dekstop mode এ জান।
ছবিতে দেখানো জায়গায় ক্লিক করে মিডিয়া সিলেক্ট করুন।এরপর library তে জান।
আপনার আপলোড করা ছবিটি খুজে বের করুন
ছবিতে দেখানো জায়গায় ক্লিক করে grid view থেকে লিস্ট view তে জান।
এখান থেকে আপনার ছবির নামটি কপি
এবার এটা কমেন্টে পেস্ট করে অথরদের দেখতে বলুন
এবার কিভাবে অথর রা ছবিটি দেখবেনঃ
খুবই সহজ।প্রথমে media library তে জান।কমেন্ট এ পাওয়া নামটি search box এ পেস্ট করুন।আর ছবিটি দেখুন খুব সহজেই এবং contributors দের সমস্যা সমাধান করুন।অথবা কন্ট্রিবিউটর রা ইমেজ link ও শেয়ার করতে পারেন।
কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।
ভাল কমেন্ট করে আপনার রুচির পরিচয় দিন এবং অথরকে উতসাহিত করুন।ভাল না লাগলে রিপোর্ট করবেন।
ভালো থাকুন।সুস্থ থাকুন।পোস্ট টি কেউ কপি করবেন না।
আমার ই-মেইল[email protected]
post টি পড়ার জন্য ধন্যবাদ trickbd এর সাথেই থাকুন।
“”প্রথমে একটি ফটো আপলোড করুন স্বাভাবিক ভাবে।””
কোথায় কিভাবে করবো এটা
shaheenudoula writing a post about pssp emulator
dhonnobad