আসসালামু আলাইকুম:
কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন!ইন্টারনেট ইউস করে কিন্তু Google এর একাউন্ট নেই এমন লোক খুজে পাওয়া খুব কঠিন!যদি নিজের Google একাউন্টটা অন্য জনের মোবাইল বা অন্য কোথায় Log in থেকে যায় বা কেউ পাসওয়ার্ড জেনে Log in করে নেয় তখন কেমন লাগে?সে আপনার সব ধরণের একাউন্ট এ Access করতে পারবে!চাইলে আইডিটা নিজের করে নিতে পারবে!
তো বুঝতেই পেরেছেন এই Google (Gmail) Account এর কত দাম!আজকে আমি দেখাব কিভাবে আপনার Gmail আইডি কোথায় কোথায় Login আছে তা দেখবেন এবং কিভাবে Unknown বা অপ্রয়োজনীয় মোবাইল থেকে Logout করবেন!
এবার কাজের কথাই আসি:
সংক্ষেপে দেখে নিন:
- First go to setting
- Tap Users & accounts
- Select Google
- Sign in and security
- Recently Used Device
- Selcect device Which You wanted to remove
- Then Tap The remove Button
এবার বিস্তারিত দেখে নিন:
প্রথমে আপনার ফোনের সেটিংস এ যান!
তারপর
তারপর
এবার Recently Used Device এ সিলেক্ট করুন
এবার দেখে নিন কোথায় কোথায় Login আছে!!!
এবার Logout করতে যা যা করতে হবে:
যেইটা থেকে Log out করতে চান সেইটা সিলেক্ট করুন!
এবার Remove button এ ক্লিক করুন!
আবার Remove দিন!
ব্যাচ!কাজ শেষ!এবার দেখুন Logout হয়ে গেছে!!
কেমন লাগল পোষ্টটা??যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে যাবেন!
আজ আর নয় দেখা হবে পরবর্তী পোষ্টে!ততদিন পর্যন্ত ট্রিকবিডির সাথেই থাকুন……..
{যারা জানেনা তাদের জন্ন্য!!!}
{যারা জানেনা তাদের জন্ন্য}
I am on facebook
আছে খুজে নিতে হয়!
খারাপ লাগে নাকি!
যদি খুঁজে পাওয়া যায় তাহলে
SAMSUNG 4.2.1-4.2.2(jellybean)
এ এই অপশনের স্ক্রিনশট দেখান?
☺
না করেই আবার বলেন খুঁজলে পাওয়া যাবে!
হাইরে বাঙালি!
সমস্যা কি?
এত্ত ঝামেলা কেন করেন?আপনি বেশি ভাল বুঝলে আপনি এ নিয়ে পোষ্ট করেন!!!!!
আমি এসব নিম্ন ভার্সনের ফোন ইউস করিনা তাই জানা নেই!!
এছাডা শিউর না হয়ে আমি পোষ্ট এ কিছু এড করিনা!!!
আপনাদের জন্ন্য রিপোর্ট অপশেন আছে সেখানে রিপোর্ট করুন!বাকিটা এডমিন দেখবে!!!!
আমি টাকা ,নিজের website,channel প্রমোট করার জন্ন্য পোষ্ট করিনা!
কষ্ট করে পোষ্ট লিখে এসব ভাল লাগেনা!!
হয়ত পোষ্ট আপনার ভাল না লাগতে পারে!সব কমেন্ট দেখুন 90% User দের কাজে লাগছে!!!
TNX sabbir bro.
ধন্যবাদ ভাইয়া……..