ইন্টারনেট ব্যবহার কারীদের মাঝে একটি বড় অংশ এখনও ইন্টারনেট সম্পর্কে যা ধারণা করেন, তার বাইরেও যে সম্পূর্ণ এক ইন্টারনেট জগত রয়েছে তা তাদের ধারণারও বাহিরে।
সেই ইন্টারনেট জগতকে যে আমরা আমাদের নিজেদের নিত্যদিনের কাজে নানা ভাবে ব্যবহার করতে পারি তা নিয়েই আজকের পোষ্ট।
আজ বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি ওয়েবসাইটের নিয়ে কথা বলবো।
Is It Down Right Now


কখনো কখনো দেখা যায় যে, আপনি কোন একটি প্রয়োজনীয় ওয়েবসাইটে প্রবেশ করতে চাচ্ছেন কিন্তু প্রবেশ করা যাচ্ছে না।
এর অনেক কারণ হতে পারে। কারণটি যা-ই হোক, প্রথমেই নিশ্চিত ভাবে বোঝা যায় না যে কেন প্রবেশ করা যাচ্ছে না।
আপনার কম্পিউটারে সমস্যা হতে পারে, রাউটার ব্যবহার করলে রাউটার থেকে ব্লক করা থাকতে পারে। কিংবা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হয়তো ব্লক করে রেখেছে।
এছাড়া সাইটটির নির্মাতা প্রতিষ্ঠান যদি সত্যি সত্যি বন্ধ করে রাখে, সেক্ষেত্রেও নিশ্চিত হবার কোনো উপায় নেই যে সেই সাইটটি কেন বন্ধ।
এসকল সমস্যা থেকে মুক্তি দিতেই তৈরি করা হয়েছে চমৎকার এই ওয়েব সাইটটির।
এতে প্রবেশ করে সার্চবারে আপনার কাঙ্ক্ষিত কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস লিখুন, মুহূর্তের মাঝে আপনাকে কারণটি দেখিয়ে দেবে।
সাইটটি চলছে কিনা, বন্ধ থাকলে সবার জন্য বন্ধ নাকি আপনি শুধু একাই আপনি ভুক্তভোগী এসবই জানা যাবে এখান থেকে।
এছাড়াও শেষবার সাইটটি কবে বন্ধ ছিলো, সাইটটিতে পিং টেস্ট করে সেই টেস্টের ফলাফল গ্রাফে দেখানোর ব্যবস্থাও রখেছে এই ওয়েবসাইটটি।
Deseat Me



এখন বর্তমানে একটি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে ইন্টারনেট জগতে রাজত্ব করা যায়।
ই-মেইল অ্যাড্রেস বলতে আজকাল সবার পছন্দের শীর্ষে জিমেইলের নামই চলে আসে।
এই ওয়েবসাইটটি যখন যাত্রা শুরু করে তখন কেবল একটি জিমেইল অ্যাড্রেস ব্যবহার করে এর সুযোগ সুবিধা পাওয়া যেত। তবে বর্তমানে জিমেইলের পাশাপাশি মাইক্রোসফট প্রদত্ত ই-মেইল সেবাগুলো আপনি ব্যবহার করতে পারন।
ইন্টারনেটে আমরা একটি ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে প্রচুর ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে থাকি।
এই ওয়েব সাইটটিতে আপনি আপনার ই-মেইল এড্রেস থেকে এই পর্যন্ত তৈরি করা সব একাউন্ট দেখতে পাবেন।
এর জন্য আপনার মেইল একাউন্ট লগইন করতে হবে। লগইন করলে এ পর্যন্ত এই অ্যাড্রেসটি ব্যবহার করে আপনি কতগুলো অ্যাকাউন্ট নিবন্ধন করেছেন তার তালিকা দেখাবে। আর এই তালিকা থেকে আপনি ইচ্ছে করলে নির্দিষ্ট একটি অ্যাকাউন্ট ডিলিট করেও দিতে পারবেন।
আপনি যদি চান, ইন্টারনেট থেকে আপনার ছাপ মুছে ফেলবেন, পুরোপুরি হয়তো তা পারবেন না, তবু অ্যাকাউন্টগুলো আলাদা করে খুঁজে নিয়ে ডিলিট করার চেয়ে এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে এক ক্লিকেই সব ডিলিট করে দিতে পারবেন।
Mathway


এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি গণিতের যে কোনো শাখার কঠিন থেকে কঠিনতর যে কোনো সমস্যার উত্তর খুঁজে নিতে পারবেন।
আপনাকে কষ্ট করে শুধুমাত্র যে কোন একটি গণিতের পুরো সমীকরণ লিখতে হবে। লেখার সঙ্গে সঙ্গে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন।
এতে করে আপনি বীজগণিতের সাথে সাথে ত্রিকোণমিতি, ক্যালকুলাস, পরিসংখ্যান, লেখচিত্র, গাণিতিক রসায়ন সহ যেকোনো ধরনের হিসেব নিয়ে কাজ করতে পারবেন।
আশা করি উপরের ওয়েবসাইট গুলো ব্যবহার করে উপকৃত হবেন।
ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ
ধন্যবাদ।
পোস্টের জন্যে না,একজন কমেন্টে স্পাম করতেছে সেটা বলে।
ভালো পোস্ট করছেন ভাইয়া!
ধন্যবাদ।
ব্যান করা হয়েছে।
৫ মাস আগেও ওয়ার্নিং দেয়া হয়েছিলো তাকে।
একটু দেখুন।
ধন্যবাদ।
plz all join my site…..alll