“অভিজ্ঞতার দর্পণ” স্লোগান নিয়ে বাংলা ভাষাভাষী কন্টেন্ট ক্রিয়েটরস’দের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে যাত্রা শুরু করতে চলেছে বিশ্বের সর্বপ্রথম বাংলা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম “নিদর্শন”। এটি হবে বিশ্বের সর্বপ্রথম সম্পূর্ণ বাংলা ভিত্তিক একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে বাংলা ভাষাভাষী কন্টেন্ট ক্রিয়েটর’রা নিজেদের চ্যানেল তৈরি করে নিজেদের ভিডিও পাবলিশ করতে পারবেন এবং টাকা আয় করতে পারবেন। বর্তমানে অভিজ্ঞ বাঙালি ডেভেলপার’দের দ্বারা সাইট’টির কাজ চলছে এবং এরা প্রত্যেকেই নিজের ভাষার জন্য কিছু করার লক্ষ্য কাজ করে যাচ্ছেন। এটি বাঙালি কন্টেন্ট ক্রিয়েটরস’দের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করছেন নিদর্শন-এর সিইও এবং প্রতিষ্ঠাতা প্রকাশ সিংহ, অপূর্ব সিংহ এবং টিটুল সিংহ। তারা জানিয়েছেন যে, তাদের লক্ষ্য হলো বিশ্বের সম্মুখে বাংলা’কে একটি উন্নত ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা এবং এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে প্রত্যেক অভিজ্ঞতারই মূল্য আছে। এই কারণেই তারা “অভিজ্ঞতার দর্পণ” এরকম অদ্ভুত টাইপের একটি স্লোগান নির্বাচন করেছেন। তারা আরও বলেছেন যে, পৃথিবীর অন্য কোথাও আপনার প্রতিভার মূল্য না থাকলেও, নিদর্শন আপনার প্রতিভার যথাযথ মূল্যায়ন করবে। কিন্তু তাদের এই লক্ষ্য বাংলা ভাষাভাষী’দের সহযোগিতা ছাড়া কখনওই সফল হবে না, তাই তারা প্রত্যেক বাংলা ভাষাভাষী’র কাছে আহবান জানিয়েছেন যে তাদের এই নতুন গন্তব্যের যাত্রাপথে তাদের পাশে থেকে আবারও বাঙালি’দের একতার পরিচয় দিতে।
Share:
vai
সেটা হবে ওয়াপকাতে
welcome bro
উইকিপিডিয়াঃ http://wikipedia.org/wiki/YouTube
বাংলি চাইলে সবই পারে।
????
উইকিপিডিয়াঃ http://wikipedia.org/wiki/YouTube
https://bdtodays.com/যাত্রা-শুরু-করতে-চলেছে-বি/
so reported.
ভাইয়া, আমিও তো বলতে পারে, টেকটিউনস থাকতে লোকেরা ট্রিকবিডি কেন ব্যবহার করে?
বাংলা!
?
Amar site r link holo http://univideos.ga….Apni check korte paren….
And keep going?