আসসালামু-আলাইকুম।

অনলাই দুনিয়াতে রয়েছে জানা-অজনা অসংখ্য ওয়েবসাইট যা ক্রমশ বেড়েই চলছে। আর এই ওয়েবসাইটগুলোকে খুঁজে বের করে দেওয়ার কাজ করে সার্চ ইঞ্জিন সাইটগুলো।
এরমধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বেশি ব্যবহিত সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। তারপর রয়েছে Yahoo, Ask, Bing, Duckduckgo ইত্যাদি সার্চ ইঞ্জিন।

অনেক সার্চ ইঞ্জিনে আলাদা নিজস্ব কিছু বৈশিষ্ট্য বা Features থাকে। তেমনি আছে DuckDuckGo এর। আজকে আপনাদের সাথে আলোচনা করবো “DuckDuckGo সার্চ ইঞ্জিনে কিছু সার্চ ট্রিকস, যা Google এও নেই।

প্রথমে চলে যান DuckDuckGo.com এ। অথবা আপনি চাইলে আপনার Primary Search Engine করে নিতে পারেন ডাকডাকগো কে। Setting→Search Engine→DuckDuckGo!!

 

১. Duckduckgo এর Bang সার্চ।

Duckduckgo এর একটি মজার এবং কার্যকারী একটি ফিচার হলো Bang! যা দ্বারা আপনি Duckduckgo সার্চ বার দিয়েই অন্যান্য ওয়েবসাইটে সার্চ করতে পারবেন।

এর জন্য আপনাকে ” ! ” এই চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন আমি যদি চাই Wikipedia তে সার্চ করবো তা হলে “!w” এমন লিখে তারপর আপনার সার্চ ওয়ার্ড লিখে Duckduckgo তে সার্চ দিতে পারেন।
যেমনঃ !w Mars
তাহলে এটি আপনাকে উইকেপেডিয়াতে নিয়ে যাবে।

(নিচে স্টেপ বাই স্টেপ দেয়া হলো)



 

 

আপনি এ রকম Youtube সহ অনেক ওয়েবসাইটে সার্চ করতে পারবেন।

 

এখন আপনি হয়তো চিন্তা করছেন যে, কিভাবে অন্যান্য ওয়েবসাইটের Bang কোড কিভাবে বের করবেন। তার জন্য আপনি যেতে পারেন

https://duckduckgo.com/bang

এইখানে। এখানে পাবেন নানান ওয়েবসাইটের নানান Bang কোড।


আপনি চাইলে আপনার ওয়েবসাইটও এই Bang কোড এ এড করতে পারবেন! এর জন্য আপনাকে যেতে হবে
https://duckduckgo.com/newbang
এখানে।

 

 

২. চিটসিট বা সার্টকার্ট

আপনি কোন ওয়েবসাইট বা সফটওয়্যার এর সার্টকার্ট কোডস খুঁজতেছেন? তাহলে আপনি এগুলো পাবেন Duckduckgo তেই। যার সার্টকার্ট কোডস খুঁজতেছেন, তার নাম লিখে এভাবে সার্চ করবেন।
(name) cheat sheet

যেমনঃ facebook cheat sheet

 

৩. ওয়েবসাইট ‘ডাউন’ চেক।

আপনি কি আপনার পছন্দের ওয়েবসাইটিতে ডুকতে পারছেন না? আপনি চেক করতে পারবেন যে, এই ওয়েবসাইটি ডাউন হয়েছে কি না। না আপনার নেটওয়ার্কে এটি ব্লকড। এটি নিশ্চিত হতে পারবেন Duckduckgo এর মাধ্যমে।
এর জন্য আপনাকে সার্চ করতে হবে “is (website name) down” এভাবে।
যেমনঃ is trickbd.com down

 

৪. স্মল লেটার ও আপার লেটার কনভার্টর

আমরা অনেক সময় অনেক জায়গায় দেখে থাকি ছোট বড় লেটারের মিশ্রণে লেখা থাকে। সেজন্য আমাদের বুঝতে অসুবিধা হয়।
যেমনঃ tHIs iS AN EXample
এইভাবে লেখা থাকে। এখন আপনি যদি চান এগুলোকে একসাথে ছোট লেটারে বা বড় লেটারে দেখতে, তাহলে আপনি খুব সহজেই Duckduckgo এর সাহায্য নিতে হবে।

ছোট লেটারে কনভার্ট করতে lowercase (word) এবং বড় লেটারে কনভার্ট করতে uppercase (word) লিখতে হবে।

(নিচে উদাহরণ দেয়া হলো)

 

৫. পাসওয়ার্ড জেনারেটর।

আমাদের অনেক সময়, অনেক ক্ষেত্র Strongest বা কঠিন পার্সওয়ার্ডের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে Duckduckgo আপনাকে সাহায্য করতে পারে।
আপনি যদি সার্চ দেন “generate strong password” তাহলে Duckduckgo আপনাকে রেন্ডমলি একটি Strong Password Create করে দিবে।

আবার আপনি চাইলে এর সাহায্যে Randomly ৮ ডিজিটের যেকোন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। এর জন্য সার্চ করতে হবে “generate random password“।

 

৬. QR Code Generator

অনলাইনে আমাদের দরকারি একটি জিনিসের মধ্যে হলো QR কোড। এটি দিয়ে যেকোন লিংক বা লেখা Encrypt করে যেকাউকে পাঠানো যায়। এই কাজের জন্য অনেকে Apps ডাউনলোডও করে থাকেন। যার ফলে ফোনের র‍্যাম এর উপর বাড়তি একটা জিনিস থাকে।

আপনি চাইলে খুব সহজেই Duckduckgo এর মাধ্যমে তাড়াতাড়ি একটি QR Code Generate করতে পারবেন।
এর জন্য আপনাকে শুধু লিখতে হবে “qr (word)”
যেমনঃ qr trickbd.com

 

৭. টাইমার এবং স্টপওয়াচ – Timer and Stopwatch

আপনি হয়তো ভাবতে পারেন যে, ফোনেই এই সুবিধা বিল্ট-ইন ভাবে দেয়া আছে। তাহলে এখানে আবার কি দরকার!
সো, এটা সবার জন্য দরকারি নাও হতে পারে। আপনি যদি একজন কম্পিউটার ব্যবহারকারি হন তবে আপনি চাইবেন ব্রাউজারেই এই কাজ সেরে ফেলতে।
আবার, মোবাইল ব্যবহারকারিগণ যদি চান যে ব্রাউজারেই এই কাজ করতে, তাহলে এখানে এটি ব্যবহার করতে পারবেন।

Stopwatch এর জন্য শুধু Duckduckgo গিয়ে লিখুন “stopwatch”, তাহলেই আপনার সামনে চলে আসবে, আর ক্লিক করলেই শুরু হয়ে যাবে।

ঠিক একইবাবে Timer ও সেট করতে পারবেন। শুধু গিয়ে লিখতে হবে “timer” এবং সার্চ করতে হবে। তাহলে শুরু হয়ে যাবে টাইমার।


 

৮. Only PDF documents finder

আপনি খুঁজতেছেন একটি বই এর PDF। কিন্তু বইয়ের নাম লিখে সার্চ করলে আসে অনেক ওয়েব সাইট। কোনটা পিডিএফ, আবার কোনটা নয়।
শুধু PDF সার্চ করার জন্য লিখতে পারেন “f pdf (word)“।
যেমনঃ f pdf HTML course

 

৯. সর্টলিংক ভিউয়ার

আমরা অনলাইনে বিভিন্ন যায়গায় দেখতে পারি সর্টলিংক দিয়ে দেওয়া হয়েছে। মানে কোন ওয়েবসাইট বা কোন লিংক কে ছোট করে সর্ট লিংক বানিয়ে দেওয়া হয়েছে।
একন এই Website Forwarding বদলে যদি কোন ভাইরাসের ওয়েবসাইটে নিয়ে যায়!
সেজন্য আপনি এই লিংকটির ভিতর চেক করতে পারবেন কোন সমস্যা ছাড়াই।

শুধু Duckduckgo গিয়ে এই লিংকটি পেষ্ট করে দিন আর সার্চ করুন। আপনি এটির আসল লিংক দেখতে পারবেন।

 

১০. কালার কোড – Color Codes

আমাদের অনেক সময়, তথা HTML program লিখতে কালার কোডের দরকার পড়ে। এক্ষেত্রে সহজ সমাধান হলো duckduckgo!
আপনি লিখে শুধু সার্চ করেন “color codes” তাহলেই চলে আসবে রঙ বে রঙের কালার কোড।

 

এই ছিলো আজকের আর্টিকেল। সময় পেলে আগামীতে এটির ২য় পার্ট নিয়ে হাজির হবো আপনাদের সামনে।
আরেকটা কথা, এখানের ২-১টি ট্রিকস গুগলে কাজ করে। বাকি গুলো কাজ নাও করতে পারে (আমার জানা মতে)। সো টাইটেল সঠিকই দিয়েছি। কোন ভুল হলে ধরিয়ে দিবেন।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।

32 thoughts on "DuckDuckGo সার্চ ইঞ্জিনের অসাধারণ ১০টি সার্চ ট্রিকস। যা Google এও নেই!"

  1. Avatar photo K M Faruk islam Author says:
    তথ্যবহুল
    1. Avatar photo Labib Author Post Creator says:
      ধন্যবাদ।
    1. Avatar photo Labib Author Post Creator says:
      Thank You
    1. Avatar photo Labib Author Post Creator says:
      ধন্যবাদ ?
    2. Monzurul Hasan Contributor says:
      স্বাগতম ?
  2. Avatar photo Mahmud121 Contributor says:
    Waiting for next part!
    1. Avatar photo Labib Author Post Creator says:
      It will come very soon.
  3. Mr.Gamer Contributor says:
    গুগলকে পাল্লা দিতে পারবে এমন একটি search engine, Wow ?তবে গুগলকে হারাতে পারবে না?তবে waiting for next part?চালিয়ে যাও
    1. Avatar photo Labib Author Post Creator says:
      Google is the best! But also not.. There have many Search Engines in the Online, and will be make more with new features.

      কমেন্টের জন্য ধন্যবাদ। ?

    1. Avatar photo Labib Author Post Creator says:
      ধন্যবাদ
    1. Avatar photo Labib Author Post Creator says:
      Welcome
    1. Avatar photo Labib Author Post Creator says:
      Thank you
  4. Avatar photo Asraf Uddin Contributor says:
    আপনি মনে হয় গুগলে কালার পিকার অর টাইমার ইউজ করেন নাই?? তাই হুদাই এই অপপ্রচার চালাচ্ছেন।
    1. Avatar photo Labib Author Post Creator says:
      আমি গুগলের সব ফিচারস মোটামোটি ইউজ করেছি। এবং গুগলের উপর কোন সার্চ ইঞ্জিন নেই, যেখানে গুগল #1 Rank in the wrold!
      তবে কোন কোন বিশেষ ক্ষেত্রে, এক একটা সেরা বা ভালো হয়ে থাকে।
      ডাকডাকগো এর ও অনেক ফিচারস রয়েছে। আর আমি এই পোষ্ট করেছি জানার জন্য। কোন কিছু জানতে ত আর বাধা নেই! কোনটা সেরা আর কোনটা বাজে সেটা নির্বাচন আপনার নিজের উপর। (আর আমি ত বলি নাই Duckduckgo is the best)
      ভালো না লাগলে Skip করবেন, বাজে মন্তব্য না করাটাই ভালো।
    2. Avatar photo Labib Author Post Creator says:
      (আপনি যে টাইমার আর কালার কোডের কথা বলতেছেন, তা আমি পোষ্টেই বলে দিছি, “এর মধ্যে গুগলেও কিছু ফিচার রয়েছে”। যা DDG থেকেও ভালো। তবে ১০টির মধ্যে বাকিগুলো নেই।)
    3. Avatar photo Asraf Uddin Contributor says:
      আমি তো বলি নাই যে এইটা বাজে, জানতে বাধা নেই আমিও মানি নতুবা ট্রিকবিডিতে আসতাম না।
    4. Avatar photo Labib Author Post Creator says:
      “হুদাই এই অপপ্রচার চালাচ্ছেন।” — এই কথা ত বলেছেন!
  5. Avatar photo H M Khalid Mahmud Contributor says:
    Thanks for sharing ?
  6. Shadin Contributor says:
    Super post.
  7. ms_abrar Contributor says:
    ভাই,,,, আপনার এটা কি কিবোর্ড?
    1. Avatar photo Labib Author Post Creator says:
      এটা হলো Avroid Keyboard (বর্তমানে প্লে স্টোরে নেই, তবে গুগলে আছে)।

Leave a Reply