গুগল কত বড়? কেউ হয়তো এ প্রশ্নের
উত্তর দেবেন টাকার অঙ্কে বা
ব্যবহারকারীর সংখ্যা হিসাব করে।
মানুষের ওপর এর প্রভাব বিবেচনা
করেও উত্তর দিতে পারেন। কিন্তু
গুগলকে সফটওয়্যারের বিশাল এক
সাম্রাজ্যও বলা যেতে পারে। গুগল
কত বড়—এ প্রশ্নের উত্তর কোডের
হিসাব করেও দেওয়া যায়। গুগল
হচ্ছে ২০০ কোটি লাইন কোডে
তৈরি। এই কোডগুলো সব এক
জায়গায় বা একটি সিস্টেমে
মিলেই তৈরি গুগল।
গুগলের কর্মকর্তা র্যাচেল পটভিন গত
সোমবার সিলিকন ভ্যালিতে
তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, দুই
বিলিয়ন কোড দিয়ে যে গুগল
সফটওয়্যার তৈরি করা হয়েছে, তা
গুগলের সার্চ ইঞ্জিন থেকে শুরু করে
ম্যাপ সেবা পর্যন্ত পুরো ইন্টারনেট
সিস্টেমটি পরিচালনায় ব্যবহৃত হয়।
গুগলে বর্তমানে ২৫ হাজার
প্রকৌশলী রয়েছে যাঁরা এই কোড
নিয়ে কাজ করেন।
বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা
হিসেবে পরিচিত মাইক্রোসফটের
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের
সঙ্গে এর তুলনা করলে গুগল তৈরিতে
অনেক বেশি কোড ব্যবহার করার
প্রমাণ পাওয়া যায় বলে দাবি
করেন গুগলের কর্মকর্তা।
আশির দশক থেকে তৈরি
কম্পিউটারের জন্য তৈরি করা
জটিল সফটওয়্যার টুল হিসেবে
কোড ব্যবহার করা হচ্ছে। সেখানে
গুগলে রয়েছে ২০০ কোটি লাইন
কোড। অর্থাৎ মাইক্রোসফটের
চেয়ে ৪০ গুণ বড় গুগল। ফেসবুকে ব্যবহৃত
হয় দুই কোটি লাইন কোড। সূত্র:
উইয়ার্ড।