? La Casa De Papel / Money Heist
-Spanish TV Series
IMDB- 8.6/10
Personal Rating- 7.9/10
[Alert- ?সিরিজটিতে কিছু জায়গায় 18+ সিন আছে নিজ দায়িত্বে দেখুন।]
ইতিহাসের সবচেয়ে আলোচিত এক ব্যাংক ডাকাতি। যার মাস্টারমাইন্ড একজন জিনিয়াস প্রফেসর। প্রফেসর কিছু ছাত্র জোগাড় করেন যাদের প্রত্যেকেই আলাদা কাজে দক্ষ এবং যাদের নেই কোনো পিছুটান।
টানা ৫ মাস ট্রেনিং দেন তাদের।
সেটা বড় বিষয় নয় বড় বিষয় হলো প্রফেসর এই একটি মাত্র ডাকাতির জন্য ২০ বছর ধরে নিজেকে সরকারি সমস্ত ডেটাবেজ থেকে হাইড করে রেখেছেন। তার আইডি কার্ড, পাসপোর্ট কিছুই তিনি ২০ বছরের মধ্যে নবায়ন করেননি। ছোটবেলা থেকে তার জীবনের একটাই লক্ষ্য শুধু এই ডাকাতি। কিন্তু কেন?
এত নিঁখুতভাবে সবকিছু পরিকল্পনা করে যে ডাকাতি সম্ভব তা এই সিরিজ না দেখলে জানতাম না। প্রতিটি সম্ভাব্য সমস্যা সবকিছুর সমাধান তাদের আগে থেকেই করা।
সাধারণত রবারি/ডাকাতি মুভিগুলো দেখা যায় ডাকাতরা ব্যাংকে ঢুকে যে টাকাগুলো থাকে সেই ক্যাশ টাকা নিয়ে ভেগে যায়।
কিন্তু এই সিরিজে ওনারা নিজেদের টাকা নিজেরা মেশিনে ছাপিয়ে নিয়ে যেতে আসে। আর তাদের টার্গেটেড এমাউন্ট কত জানেন? ১০০০ মিলিয়ন ইউরো।
ডাকাতি শুরু হবার পর জিম্মি হয়ে পড়ে অনেক মানুষ। আর এই ডাকাতির কেসের নেতৃত্বে থাকেন ইন্সপেক্টর রাকেল/রাচেল। প্রফেসর বাইরে বসে নেতৃত্ব দেন ডাকাতির। আর ডাকাতির মাস্টারমাইন্ড প্রফেসর আর ইন্সপেক্টর রাকেলের মধ্যে চলে ইঁদুর-বিড়াল খেলা। সবথেকে মজার ব্যাপার হলো পুলিশ ইন্সপেক্টর না জেনেই মুখোশধারী প্রফেসরের সাথে প্রেমে মেতে থাকেন ওই সময়ে।
পুরো স্পেনের পুলিশ বাহিনী আর ন্যাশনাল, ইন্টারন্যাশনাল মিডিয়া তাদের উপর ফোকাসড।
#ভাবছেন স্পয়লার করে দিলাম। উহু। আসল নাটক তো শুরুই হয়নি!
কি হয় তাদের পরিণতি? এত কঠিন নিরাপত্তা বেষ্টনী আর স্পেনের সমস্ত পুলিশ তাদের ঘিরে ফেলেছে এর মধ্যে তারা তাদের মিশন কমপ্লিট করবে কিভাবে? চোর পুলিশের এই খেলা শেষই হবে বা কি করে?
জানতে হলে দেখতে হবে Season 1 এবং Season 2 পুরোটাই।
#সিরিজটা দেখার জন্য আপনার লাগবে যথেষ্ট ধৈর্য্য, প্রতি পর্বেই কিছু টুইস্ট পাবেন তবে সিরিজটাকে বড় করতে বেশি টানা হয়েছে। মাঝে মাঝে অধৈর্য হয়ে যাবেন। তাই একটানা দেখে এটা শেষ করবেননা। বিরতি নিয়ে দেখুন।
এক সিজনেই শেষ করা যেত। তাহলে রেটিংও আরো বেশি দিতাম।
সবকিছুই পারফেক্ট মাথানষ্ট প্ল্যানিং, পারফেক্ট অভিনয়, অভারঅল বেস্ট। শুধু দীর্ঘসূত্রিতার জন্য খারাপ লেগেছে একটু।
Netflix একে দুইটা সিজনে ১৩+৯= ২২ টা পর্ব বানিয়েছে। প্রতি পর্ব ৪৫ মিনিট এভারেজ। মানে টোটাল সময় লাগবে – ১৬ ঘন্টা ৩০ মিনিট।
আমি দুইদিনেই শেষ করে ফেলেছি।
Download Links:
Download Money Heist Aka La casa de papel Season 1+2 ALL PART
Bangla subtitle:-
Bangla Subtitle Download
(নেটফ্লিক্স থেকে রিআপ্লোড করা)
যাদের নেটফ্লিক্স আছে সরাসরি দেখতে পারেন। টরেন্টেও পাবেন। তবে Dual Audio ছাড়া ডাউনলোড দিবেননা। কারণ সিংগেল অডিও শুধু Spanish ভাষা। Dual Audio তে ইংরেজি ডাবিং। দেখে মজা পাবেন।
ইংলিশ সাব ইনক্লুড করা আছে।
Season 1 এর বিসাবও আছে।
Season 2 ইংলিশ সাবটাইটেল দিয়েই দেখতে হবে।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
সবশেষে আবারো বলছি ধৈর্য নিয়ে দেখবেন। কিছু কিছু জায়গায় দীর্ঘসূত্রিতা করে ফেলেছে।
আমার এটিই প্রথম Individual কোনো মুভি/সিরিজ রিভিউ।
ধন্যবাদ সবাইকে। হ্যাপি ওয়াচিং। ✌
কোনো ঝামেলা তো নেই।
Visit http://www.tricktunesbd.com
http://www.facebook.com/tricktunesbdfans