আসসালামু আলাইকুম বন্ধুরা!!
কেমন আছেন???
আশা করি সকলেই ভালো আছি।

টিভিতে চলছে বিশ্বকাপ ক্রিকেট আর সেই খেলায় জয়ির পক্ষে ভোট দিয়ে যদি জিতে নিতে পারেন ২০০০ ডলার, তা তোহ সোনায় সোহাগা..!

জ্বি বন্ধুরা, ঠিকই ধরেছেন।
এইবার ওয়ার্ল্ডকাপ উপলক্ষে আমাদের সকলের প্রিয় Vodi একটা অফার দিয়েছে, প্রতিদিনের খেলায় আপনি চাইলে যেকোনো টিমের পক্ষে ভোট দিতে পারবেন। যদি ভাগ্যবান হোন আপনি ও পেয়ে যেতে পারেন $২০০০ ডলার!!! তার জন্য আপনাকে হতে হবে সেরা ভোটার। সর্বোচ্চ সংখ্যক জয়ী ভোটারকে এই অর্থ প্রদান করা হবে। তাছাড়া প্রতি ভোটে আপনি পাবেন ১০ টি করে পয়েন্ট।

আপনারা যারা ভোটে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা এখনই Vodi তে জয়েন করে নিন।
Vodi তে জয়েন করতে চাইলে, প্রথমে প্লে স্টোর কিংবা এই লিংক থেকে Vodi অ্যাপস ডাউনলোড করে নিন।

এইবার আপনার নাম্বার দিন


আপনার নাম্বারে একটি ভেরিফাইং কোড আসবে, কোডটি লিখে “Verify” এ ক্লিক করুন।


এইবার রেফার কোড দেওয়ার পালা।

যদি আমার পোস্ট আপনার ভালো লেগে থাকে, তবে রেফারে ” TUSHAN ” লিখতে ভুলবেন না। তাহলে আপনি আর আমি কিছু পয়েন্ট ফ্রিতে পাবো।

এইবার আপনার নাম আর ইমেইল দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

এইবার “~~~more” অপশনে গিয়ে ” Voting ” এ ক্লিক করুন।


Live এ যেসব টিমের খেলা চলছে, সেসব টিমের নাম শো করবে। আপনি যেকোনো একটা টিমকে ভোট দিতে পারবেন।



চাইলে “আপকামিং” অপশন থেকে পরবর্তী খেলা সমূহের আগাম ভোট দিতে পারবেন।

ভোট সাবমিট করার পর “Done” এ ক্লিক করবেন।


দেখবেন, আপনার একাউন্টে ১০ পয়েন্ট জমা হইয়েছে। এইভাবে ভোট দিয়ে প্রতিদিন পয়েন্ট আর্ণ করতে পারবেন। সাথে যদি আপনি সর্বোচ্চ জয়ী ভোট দাতা হোন, তবে জিতে নিতে পারেন $২০০০ ডলার!

যাক খেলা চলছে বাংলাদেশের, সো আর বেশি কিছু না লিখে খেলা দেখতে বসিগে…. আপনারা প্রায় ম্যাক্সিমামই Vodi ইউজ করেছেন, সুতরাং এটা নিয়ে বেশি বকর বকর করার প্রয়োজন নেই।

আজ এখানেই শেষ করছি! ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, শুভ কামনা রইলো সকল এবং বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট টীমের প্রতি।


প্রোমোশনাল লিংকঃ

রিজনেবল দামে ক্রিপ্টোকারেন্সী ডলার (BTC/ETH/BAT) কেনা বেচা করতে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন।

আল্লাহ হাফিজ।

5 thoughts on "[HOT] এইবার আপনিও জিতে নিতে পারেন $২০০০ ডলার, আইসিসি ওয়ার্ল্ড কাপসহ যেকোনো খেলায় ভোট দিয়ে (বিস্তারিত পোস্টে)"

  1. Avatar photo max niloy Author says:
    sudo 10 point dey…
    10 points er por ki r kono point dey ..!!
    1. Avatar photo Tushan Author Post Creator says:
      Apni jotota vote diben tota point paben.. R hae video dekheo point earn kora jai
  2. Avatar photo rex boy Contributor says:
    Alhon to rchrg optiom o mne hoy off
    1. Avatar photo Tushan Author Post Creator says:
      সঠিক বলতে পারিনা। কেননা এটা আমি ইউজ করি শুধুমাত্র ভোট দেওয়ার জন্য।
  3. Avatar photo JM Sujon Contributor says:
    সেগুরে বালি!?

Leave a Reply