ভারত যদি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ব্যবসায় বাধা সৃষ্টি করে, তবে ভারতের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও চীন একই ব্যবস্থা নেবে। সম্প্রতি ভারতকে সতর্ক করে এ বার্তা দিয়েছে চীন। বেইজিংয়ের নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে ডেকে চীনা কর্তৃপক্ষ বলেছে, মার্কিন চাপে প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে চীন পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

আগামী কয়েক মাসের মধ্যে ভারত পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক ৫জি পরীক্ষা করতে পারে। তাদের এ পরীক্ষায় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে আমন্ত্রণ জানানো হবে কি না, তা এখনো ঠিক করেনি ভারতীয় কর্তৃপক্ষ।

বিশ্বের বৃহত্তম টেলিকম যন্ত্রপাতি নির্মাতা হুয়াওয়েকে নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ তীব্র আকার ধারণ করে। গত মে মাসে রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকির অভিযোগে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। পরে তাদের মিত্রদেশগুলোকে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহারে মানা করে। যুক্তরাষ্ট্রের পক্ষে হুয়াওয়ের যন্ত্রপাতি গোয়েন্দাগিরিতে ব্যবহৃত হতে পারে—এমন প্রচার চালানো হয়। তবে এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুয়াওয়ে।

গত ১০ জুলাই ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিশ্রকে ডেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দেয়। সেখানে বলা হয়, ভারতে হুয়াওয়ের ব্যবসায় ওয়াশিংটনের কথায় প্রভাবিত হয়ে বাধা দিলে চীনের পক্ষ থেকে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে।

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের অনুরোধে ভারত ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে কোনো মন্তব্য করা হয়নি।

my facebook acount

4 thoughts on "হুয়াওয়ে নিয়ে ভারতকে সতর্ক করল চীন"

  1. MD FAYSAL Contributor says:
    লাগ তরা ঝগড়া
  2. Sakibur Rahman Contributor says:
    moja loooo????
  3. Ibrahim Contributor says:
    American ra j koto boro kutta Donald Trump tar sob theke boro promaan

Leave a Reply