আস্সালামুআলাইকুম

#TrickBDCompetition
আপনারা সবাই কেমন আছেন ।নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের শিখাব যে কিভাবে GMAIL এ অটো Signature যোগ করতে হয় এটি হয়ত অনেক জ্ঞানী আগেই জানেন।যারা জানেন তারা এরিয়ে যাবেন দয়াকরে।আর যারা যানেন না তারা এগিয়ে যান। তো শুরু করা যাক।
প্রথমে আমাদের Gmail app প্রবেশ করতে হবে। তারপর তারপর একটু নিচের দিকে গিয়ে তারপর আপনি কোন একাউন্ট্ এ signature দিতে চান সেই একাউন্ট্ সিলেক্ট করুন। তারপর তারপর আপনার যে signature দিতে চান সেটা লিখুন তারপর ok দিন। ব্যাস হয়ে গেল আপনার অটো Signature। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন । এটা আমার দ্বিতীয় পোস্ট। প্রথম পোস্ট দেখতে নি
এই লিন্কে যান। ধন্যবাদ এত কষ্ট করে পোস্টটি পরার জন্য। bye

6 thoughts on "কিভাবে GMAIL এ অটো Signature যোগ করতে হয় দেখুন"

    1. ধন্যবাদ।
  1. bayezid435 Contributor says:
    auto signature ki kaje lage???
    1. এটি আপনার পরিচয় দিবে।

Leave a Reply