কাজের সময় ইন্টারনেট স্পিড হঠাৎ করে কমে গেলে কেমন লাগে বলুন তো? ধরা যাক আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখছেন অথবা ক্লাউড ড্রাইভে আপলোড করতে যাচ্ছেন বড় কোনো ফাইল- হঠাৎ‌ শুরু হলো বাফারিং। অর্থাৎ আপনার ইন্টারনেটের স্পিড ডাউন হয়ে গেছে। ক্লিক করে স্পিড বাড়ার অপেক্ষায় গালে হাত দিয়ে বসে থাকা ছাড়া উপায় নেই। আবার অধৈর্য ব্যক্তিরা কানেকশন রিপেয়ারের চেষ্টা কিংবা পিসি রি-স্টার্ট দিয়ে হারানো স্পিড পুনরুদ্ধারের চেষ্টা করতে থাকেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আপনার এই সমস্যার সমাধান করে দিতে পারে ডিস ক্যাবল ! দেখবেন একলাফে স্পিড বেড়ে যাবে দ্বিগুন! বাড়িতে বসে ট্রিক্সটি প্রয়োগ করে কয়েক মিনিটের মধ্যে আপনি নিজেই বাড়িয়ে তুলতে পারবেন ইন্টারনেট স্পিড। এর জন্য তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হওয়ারও প্রয়োজন নেই। আপনি চেষ্টা করলেই পারবেন।

তবে আসুন দেখে নিই কিভাবে এই কাজটি করা যায় :

প্রথমে আপনার মডেম টা সাবধানের সাথে খুলতে হবে। খেয়াল করলে দেখতে পাবেন নেটওয়াক ic থেকে বের হইছে নেট এন্টেনা। এখন আমাদের কে এই এন্টেনা থেকে একটা তার জোড়া লাগাতে হবে। এ জন্য আপনি তাতাল (সোল্ডার) ব্যবহার করতে পারেন। এখন যে তার টি জোড়া লাগালেন ঐ তার টি আপনার ডিস  নেগেটিভের সাথে লাগাতে হবে। লাগানো হলে আপন কাজ শেষ। এখন মডেম কানেক্ট করুন।

Untitled

বি দ্র ঃ তার বড় হলে সমস্যা নাই, ডিস ক্যাবলের নেগেটিভে কোন কারেন্ট থাকে না।

5 thoughts on "আপনার মডেম এর গতি বাড়িয়ে দিবে ডিশ ক্যাবলের মাধ্যমে…"

  1. Avatar photo rakibbd25 Contributor says:
    নাইচ পোট
  2. Avatar photo Shadhin Author Post Creator says:
    tnx
    1. Avatar photo Ex Programmer Contributor says:
      wc…..!!!!!
  3. Avatar photo Rahman Syed Subscriber says:
    Shadin vai, আমার ভুল হইছে।
    ক্ষমা করুন। ভাই প্লিজ আবার টিওনার
    বানান। প্লিজ।

Leave a Reply