আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বিকাশের পিন আপনি নিজেই রিসেট করে নিতে পারেন, এজন্য আপনাকে বিকাশ কাস্টমার কেয়ারে কল করতে হবে না বা তাদের সাথে লাইভ চ্যাট করতে হবে না।
তো এটি করার জন্য প্রথমে আপনাকে ডায়াল করতে হবে *247#।
তারপর দেখতে পাবেন বিকাশের নতুন একটি অপশন যুক্ত হয়েছে নাম Reset Pinএবং সেটি রয়েছে ৯নম্বরে। এবার 9 দিয়ে রিপ্লাই করুন।
প্রথমেই আপনাকে আপনার যে এনআইডি কার্ড দিয়ে বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে একাউন্ট করেছিলেন সেই নাম্বারটি দিন।
এরপর আপনার কাছে আপনার জন্ম সাল জানতে চাওয়া হবে এখানে আপনার জন্ম সাল দিয়ে রিপ্লাই দিন।
এরপর গত তিনমাসে আপনি যে ট্রানজেকশন করেছেন সে ট্রানজেকশন এর বিবরণ টা দিন। যেমন আমি কয়েকদিন আগে সেন্ড মানি করেছি তাই সেন্ড মানি অপশনটি সিলেক্ট করলাম।
আপনি যদি গত তিন মাসে কোন ট্রানজেকশন না করে থাকেন তাহলে তাহলে সাত নম্বর এর No transaction রিপ্লাই দিন।
যেহেতু আমি আমি সেন্ড মানি সিলেট করেছিলাম তাই কত সর্বশেষ কত টাকা সেন্ড মানি করেছিলাম তার পরিমাণ দিয়ে দিয়ে রিপ্লাই দিতে হবে।
এরপর নিচের মত একটি নোটিফিকেশন পাবেন।
এরপর এসএমএসের মাধ্যমে আপনাকে একটি নতুন পিন কোড দেয়া হবে।
এবার টাইপ করুন *247#
তারপর পিন কোড রিসেট করতে বলবে।
এরপর আপনার কাছে পরাতন পিন চাওয়া হবে
এরপর আপনার কাছে এসএমএস এর মাধ্যমে যে পুরাতন পিনটি দেয়া হয়েছেসেটি দিয়ে রিপ্লাই করুন। তারপর দুইবার নতুন পিন কোড দিন।
তাহলে সাকসেসফুলি আপনার পিন কোড টি রিসেট হয়ে যাবে।
আপনার কাছে যদি বিকাশ এ্যাপ বা একাউন্ট না থাকে তাহলে এখনি নিচের লিং থেকে ডাউনলোড করুন, এবং নিজে নিজেই একাউন্ট করুন।
ডাউনলোড bKash এ্যাপ
কারন প্রথম বার বিকাশ এ্যাপ ডাউনলোড করলেই পাবেন
পাবেন ২৫ টাকা বোনাস। এরপর অ্যাপ থেকে প্রথমবার ২৫ টাকা মোবাইল রিচার্জ করলে পাবেন আরও ৫০ টাকা বোনাস।
All credit goes to
? bdTop Report Youtube
করছি আপনাকে নতুন কিছু শেখাতে সক্ষম হয়েছি ধন্যবাদ সবাইকে
23 thoughts on "এখন নিজে নিজেই বিকাশ একাউন্টের ব্লক পিন কোড রিসেট করুন। আর কল বা লাইভ চ্যাট করতে হবেনা ।"