“যেকোন সময় ডিসাবল হতে পারে আইডি কিংবা অটো ডিলিট হতে পারে পোষ্ট। ”
আগামী ১লা অক্টোবর ২০২০ থেকে আসছে ফেসবুকের নিয়মে আমুল পরিবর্তন।
আসুন জেনে নিই কি কি পরিবর্তন আনছে ফেসবুক-
✅ Classic Mode
ইদানিং আমরা ফেসবুকের অনেক নতুন আপডেট দেখতে পাচ্ছি। একটু বড়সড়ো আপডেট হলো ফেসবুক ক্লাসিক মোড,, যা এখন আর নাই।
ফ্রেন্ড রিকোয়েস্টের নটিফিকেশন
ফেসবুকে ফ্এরেন্মড রিকুয়েষ্নট একসেপ্ট না করলে একতা নোটিফিকেশন শো করছে যা আগে ছিলো না। এমন ছোট বড় আপডেট পাচ্ছিলাম কিন্তু ১ অক্টোবর থেকে ফেসবুকের রুলস পুরো চেন্ঞ্জ হয়ে যাবে।
আইডি তে ব্যাবহার করতে হবে সঠিক নাম।
আপনাদের ফেসবুক আইডির নামের সাথে অনেকে Dr, Engr, etc এটাচ করে দেন সেগুলো কেটে দিন!! কারন এমন হলে আপনার আইডিতে রেসট্রিকশন দিবে আর পরবর্তী তে ব্যান করে দিবে কতৃপক্ষ।
একই নামে একাধিক আইডি খুলতে পারবেন না সেইম ডাটা দিয়ে।
আর যদি খুলেও থাকেন তাহলে ডিসাবল হতে পারে প্রথম আইডি।
সব ফেইক নামের একাউন্ট ব্যান হয়ে যাবে।
যেমনঃ রেড এ্যান্ঞ্জেল, ্সবপ্নের আকাশে তুমি, এঞ্জেল প্রিয়া, তোমাকে চাই হাহাহা ইত্যাদি এ্যাকাউন্ট ডিলেট করে দেয়া হবে।
কোনো ফেইক নিউজ সেয়ার করতে পারবেন না।
আমরা অনেক সময় ভেরিফিকেশন না করেই কোনো কিছু সেয়ার করে দেই।এই জিনিসটা আর করতে পারবেন না যদি করেন আপনার আইডি ঝুকিতে পড়বে।
ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন আগামী ১ অক্টোবর থেকে কোন ইউজারের পোস্ট যদি ফেসবুক নিয়মের বিরুদ্ধে যায় সে ক্ষেত্রে ফেসবুকের তরফে সংশ্লিষ্ট পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। সেই পোস্ট ব্লক করা হতে পারে অথবা সেই পোস্ট মুছে দেওয়া হতে পারে।
কন্টেন্ট চুরি
কারো পেইজের কন্টেন্ট হুবাহু চুরি করে নিজের পেজে চালিয়ে দিতে পারবেন না। কপি রাইট ধরবে ফলে আপনার আইডি ব্যান করা হবে আর আপনি ওই পেজের এক্সেস হারিয়ে ফেলবেন।
ফলস লিংক শেয়ার করলে সমস্যা হবে আইডিতে।
কোনো ধরনের ফলস লিংক এ ঢুকতে পারবেন না। নিজে ঢুকে আবার শেয়ার করেন অন্যকে দেখার জন্য।
যেমনঃ এই লিংকে ঢুকে দেখুন আপনি কোন নাইকার মতো দেখতে
পেজের নাম সেইম হওয়া যাবেনা।
আমার পেজ এর নাম ictcare এখন আপনিও যদি সেইম নামে খুলেন তাহলে পেজটি আর থাকবেনা ডিলেট হয়ে যাবে কারন আমার ডোমেইন কেনা আছে।
প্রোফাইলে দিতে হবে নিজের ছবি।
আমি এখন চিন্তায় আছি আমার প্রোফাইল পিকচার নিয়ে আমিতো ছবি ব্যবহার করি না এখন কি করব???
তাহলে কি করবো?
? নিজের আসল নাম ব্যাবহার করুন
? নিজের আই ডি কার্ডে যে নাম ও ডিটেইলস আছে সেটা ব্যাবহার করুন তাতে আইডি নষ্ট হলে কার্ড দেখিয়ে ফেরত পেতে পারেন।
? নিজের ছবি ব্যাবহার করুন
? অথেনটিক নিউজ দিন
তথ্য: ফেসবুক
নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন
ফেসবুকে আমি
Report Option A Click kore den.?
Aie Bisoye Janen
Main Facebook App e
kisu pic silo delet kre disi,akn ki id auto disable hobe?
I don’t have any Facebook account ?
আমি ঠিক জানিনা,
যদি আপনি একটু বলতেন কিভাবে ট্রেনার রিকুয়েষ্ট পাঠাবো।
— কয়েকটা সাইট থেকে তথ্য সংগ্রহ করা।
এমন অবস্থায় যদি আমার আইডি নষ্ট করে দেয় তবে কোনটা দেবে?
দু’টোই বাঁচাবার কোনো উপায় আছে কি? যদি থাকে তবে কিভাবে? আর যদি না থাকে তবে আমার প্রথম আইডি কিভাবে রক্ষা পাবে বলবেন প্লিজ।
R e vau ?!! Eisob balchal ultapalta gujob koi pan afnera?? ??
Jottossob.
Facebook e Cyber 71 page e giya dekhen. Apni ja ha likhsen sobtai gujob ki na.. ?