আসসালামু আলাইকুম ।
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।
তো আমি যেই বিষয়টি নিয়ে পোষ্ট করতে চলেছি আশা করি আপনারা টাইটেল দেখে সেটা বুঝে গেছেন ।
আগের পোস্টঃ
- গার্মেন্টসের কাজ শিখুন (সূচনা)
- ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(টেক্সটাইল ভাইবা প্রশ্ন)
- ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(টেক্সটাইল ভাইবা প্রশ্ন ০২)
- গার্মেন্টসের কাজ শিখুন (কিছু প্রডাক্ট পরিচিতি)
- ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(মেজারমেন্ট টেপ )
- ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (Quality)
- ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (ডিফেক্ট পর্ব)
- Presnt??
বিষয়ঃ ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (QAFA)
QAFA এটি একটি গুরুত্বপূর্ণ অডিট ৷
বিদেশি বায়াররা বা buyer মনোনীত বেক্তিরা এসে নির্দিষ্ট কারখানায় একটি audit করেন যার নাম QAFA ৷ এই অডিটি বছরে একবার হয় এবং এটি কিছু কিছু বায়ারের ক্ষেত্রে প্রযোজ্য ৷ H&M buyer 100% audit করে ৷ সুতরাং এটি জেনে থাকা আমাদের দরকার ৷ তো বন্ধুরা নিচে আমাদের আজকের পোস্ট দেওয়া রয়েছে আসুন জেনে নেব ৷
QAFA
QA = Quality Assurance |
কোন পন্য তৈরির পূর্বেই উক্ত পুণ্যের সম্ভাব্য সমস্যা বা ঝুকি গুলো যে প্রক্রিয়া গুলোর মাধ্যমে সম্পন্ন করা হয় তাকে QA বা কোয়ালিটি অ্যাসুরেন্স বলে |
RISK ASSESMENT |
কোন স্টাইল কাউন্টার স্যাম্পল এর পর স্যাম্পল ডিপারমেন্ট একটি ক্রোস ফাংশন টিমের মাধ্যমে উক্ত স্টাইল এর সম্ভাব্য ঝুঁকি কোন একটি RISK ASSESMENT Format- এর মাধ্যমে তুলে ধরে ৷ |
Pre-Setting |
স্যাম্পল ডিপার্টমেন্ট উক্ত স্যাম্পল এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রি-সেটিং সেকশনের টেকনিশিয়ান এর নিকট হস্তান্তর করে ৷ প্রি- সেটিং সেকশন SOP অনুযায়ী উক্ত স্টাইলের সাইজ সেট গার্মেন্টস মেজারমেন্ট রিপোর্ট তৈরি করে অতঃপর রিস্ক অ্যাসেসমেন্ট এবং সাইজ সেট রিপোর্ট Respective Buyer-GPQ এর নিকট হস্তান্তর করে ৷ |
MCP=Manufacturing Control plan |
Respective Buyer-GPQ, Risk Assessment এবং size set report এর উপর ভিত্তি করে উক্ত স্থানের একটি MCP ফরমেট তৈরি করে এবং প্লানিং ডিপার্টমেন্টে হস্তান্তর করে ৷ |
PRE-PRODUCTION MEETING |
Planning department এর Respective person উক্ত স্টাইল এর তিনটি রিপোর্টে ( রিস্ক এসেসমেন্ট, সাইজ সেট রিপোর্ট এবং এমসিপি)-তে উল্লেখিত সম্ভাব্য ঝুঁকি গুলো সকল ডিপার্টমেন্টের সমন্বয়ে pre-production মিটিং এ বর্ণনা করে ৷ এরপর prosses flow diagram-এর মাধ্যমে কার্য সম্পন্ন করে ৷ |
(ছবি সংগ্রহ গুগল )
তো আজকে এই পর্যন্তই । দেখা হবে হবে পরের পোষ্টে । পরের পোস্টে থাকছে স্যাম্পল কাকে বলে কত প্রকার ও কি কি?
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন ।
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com