আসসালামু আলাইকুম ।

আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।

তো আমি যেই বিষয়টি নিয়ে পোষ্ট করতে চলেছি আশা করি আপনারা টাইটেল দেখে সেটা বুঝে গেছেন ।

 

আগের পোস্টঃ

  1.  গার্মেন্টসের কাজ শিখুন (সূচনা)
  2.  ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(টেক্সটাইল ভাইবা প্রশ্ন)
  3.  ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(টেক্সটাইল ভাইবা প্রশ্ন ০২)
  4.  গার্মেন্টসের কাজ শিখুন (কিছু প্রডাক্ট পরিচিতি)
  5. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(মেজারমেন্ট টেপ )
  6. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (Quality)
  7. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (ডিফেক্ট পর্ব)
  8. Presnt??

 

বিষয়ঃ ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (QAFA)

QAFA এটি একটি গুরুত্বপূর্ণ অডিট  ৷

বিদেশি বায়াররা বা buyer মনোনীত বেক্তিরা এসে নির্দিষ্ট কারখানায় একটি audit করেন যার নাম QAFA ৷ এই অডিটি বছরে একবার হয় এবং এটি কিছু কিছু বায়ারের ক্ষেত্রে প্রযোজ্য ৷ H&M buyer 100% audit করে ৷ সুতরাং এটি জেনে থাকা আমাদের  দরকার ৷  তো বন্ধুরা নিচে আমাদের  আজকের পোস্ট  দেওয়া রয়েছে   আসুন জেনে নেব ৷

      QAFA

QA = Quality Assurance
কোন পন্য তৈরির পূর্বেই উক্ত পুণ্যের সম্ভাব্য সমস্যা বা ঝুকি গুলো যে প্রক্রিয়া গুলোর  মাধ্যমে সম্পন্ন করা হয় তাকে QA বা কোয়ালিটি অ্যাসুরেন্স বলে

RISK ASSESMENT
কোন স্টাইল কাউন্টার স্যাম্পল এর পর স্যাম্পল ডিপারমেন্ট একটি ক্রোস  ফাংশন টিমের মাধ্যমে উক্ত স্টাইল এর সম্ভাব্য ঝুঁকি কোন একটি RISK ASSESMENT Format-  এর মাধ্যমে তুলে ধরে ৷

            Pre-Setting
স্যাম্পল ডিপার্টমেন্ট উক্ত স্যাম্পল এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রি-সেটিং সেকশনের টেকনিশিয়ান এর নিকট হস্তান্তর করে ৷ প্রি- সেটিং সেকশন SOP অনুযায়ী উক্ত স্টাইলের সাইজ সেট গার্মেন্টস মেজারমেন্ট রিপোর্ট তৈরি করে অতঃপর রিস্ক অ্যাসেসমেন্ট এবং সাইজ সেট রিপোর্ট Respective Buyer-GPQ এর নিকট হস্তান্তর করে ৷

MCP=Manufacturing Control plan
Respective Buyer-GPQ, Risk Assessment এবং size set report এর উপর ভিত্তি করে উক্ত স্থানের একটি MCP ফরমেট তৈরি করে এবং প্লানিং ডিপার্টমেন্টে  হস্তান্তর করে ৷

 

  PRE-PRODUCTION MEETING
Planning department এর Respective person উক্ত স্টাইল এর তিনটি রিপোর্টে ( রিস্ক এসেসমেন্ট, সাইজ সেট রিপোর্ট এবং এমসিপি)-তে উল্লেখিত সম্ভাব্য  ঝুঁকি গুলো সকল ডিপার্টমেন্টের সমন্বয়ে pre-production মিটিং এ বর্ণনা করে ৷ এরপর prosses flow diagram-এর মাধ্যমে কার্য সম্পন্ন করে ৷

 

(ছবি  সংগ্রহ গুগল )

তো আজকে এই পর্যন্তই । দেখা হবে হবে  পরের পোষ্টে ।  পরের পোস্টে থাকছে স্যাম্পল কাকে বলে কত প্রকার ও কি কি?

সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন ।

 যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com

2 thoughts on "[গার্মেন্টস ep-08] QAFA কি? QAFA এর কাজ কি?"

  1. ssneloy Contributor says:
    Valo lagse
    1. sopon Author Post Creator says:
      Sotti

Leave a Reply