আপনাদের দোয়ায় আজ নিয়ে এসেছি কোয়ালিটির মুল বিষয় গুলোর মুল পর্বে আগের গুলা ছিল প্রাথমিক আলোচনা কিনতু আজ থেকে শুরু হল মুল আলোচনা তাই আগের গুলাও জানতে হবে ৷ প্রাথমিক পাশ না করলে যেমন মাধ্যমিক পড়া যায় তেমনি আগের পোস্ট না জানলে পরের পোস্ট গুলাও বুঝতে পারবেন না ৷

আগের পোস্টঃ

  1.  গার্মেন্টসের কাজ শিখুন (সূচনা)
  2.  ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(টেক্সটাইল ভাইবা প্রশ্ন)
  3.  ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(টেক্সটাইল ভাইবা প্রশ্ন ০২)
  4.  গার্মেন্টসের কাজ শিখুন (কিছু প্রডাক্ট পরিচিতি)
  5. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(মেজারমেন্ট টেপ )

 

কোয়ালিটি কাজ করলে চোখ হতে হবে বাজ পাখির মত ৷ শরীরের সর্ব ইন্দ্রিয় সজাগ থাকতে হবে ৷ যে কোনো ছোট হোক বড় হোক সমস্যা সবাইকে দেখাতে হবে ৷

আমরা আজ যা যা শিখবো:

    • কোয়ালিটি অর্থ কি? 
    • কোয়ালিটি কাকে বলে?
    • কোয়ালিটি পলিছি?
    • কোয়ালিটি বিভাগে কাজ করতে কেমন হতে হবে ? 

 

 

 

কোয়ালিটি অর্থ কি : 

কোয়ালিটি অর্থ কি গুনগতমান ৷

Quality কাকে বলে:

ক্রেতার চাহিদা মোতাবেক পণ্যের গুণগত মান ঠিক রেখে সঠিক সময় সঠিক মূল্য ক্রেতার কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে কোয়ালিটি ৷

 

কোয়ালিটি পলিসি:

 

  • ভিশন/লক্ষ:

 

ক্রমাগত উন্নয়নের মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী গুণগত মান অর্জন করা

 

 

  • মিশন/উদ্দেশ্য:

 

ক্রমাগত গার্মেন্টস তৈরীর মাধ্যমে বায়রগনের প্রত্যাশা পূরণ করা ৷

 

 

  • নীতিসমূহ:

 

  1. বায়ারে চাহিদা এবং প্রত্যাশা বুঝা ৷
  2.  ব্যর্থতা প্রতিরোধ ও সমস্যা কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা ৷
  3. উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা ৷

কোয়ালিটি বিভাগে কাজ করতে কেমন হতে হবে তা  আলেচনা করা হলঃ

  • কোয়ালিটি কন্ট্রোল শেখার আগ্রহ থাকতে হবে।
  • চোখের দৃষ্টি শক্তি ভাল থাকতে হবে।
  • হাতের লেখা ভাল থাকতে হবে।
  • সবার সাথে একত্রিত হয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • গণিত সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে যেমন-যোগ,বিয়োগ,গুন.ভাগ,বর্গ এবং শতকরা নির্ণয়।
  • রং এবং সেড সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে।
  • প্রোডাকশন স্টাফদের অজ্ঞতা থাকা স্বত্বেও ইন্সিপেক্টর বিশ্বাস করে তার উপর অটল থাকাএবং কর্তব্য,জ্ঞান ও দক্ষতা প্রদর্শন করা।
  • মেজারমেন্ট টেপের ভগ্নাংশ পাঠের ক্ষমতা থাকতে হবে।
  • কোম্পানীর মান সম্পন্ন পন্যের সুনাম রক্ষায় আগ্রহ থাকতে হবে।
  • নিজের কাজের ব্যক্তিগত উচ্চমান প্রদর্শন করা।
  • নতুন কো কিছু দেখলে বা শুনলে তার সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ থাকতে হবে।
  • কার্য পর্যবেক্ষণ দ্বারা সাধারণ কাজ বুঝার ক্ষমতা ও খুব তাড়াতাড়ি কার্য সম্পাদন করা।

 

তাহলে আজ আমরা শিযদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.comখলাম কোয়ালিটি সম্পর্কে ৷

সুতরাং আজকে এই পর্যন্তই, পরের  পোষ্টে ডিফেক্ট কি, কত প্রকার ও কি কি সেটা নিয়ে আলোচনা হবে  । সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন । 

 

5 thoughts on "[গার্মেন্টস ep-06] কোয়ালিটি কাকে বলে কত প্রকার ও কি কি?"

    1. Anamika Chowdhury Subscriber says:
      Nice Post
  1. anamika Subscriber says:
    দারুন।

Leave a Reply