Site icon Trickbd.com

[গার্মেন্টস ep-09] ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (মিনিং পর্ব)

আসসালামু আলাইকুম ।

আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।

তো আমি যেই বিষয়টি নিয়ে পোষ্ট করতে চলেছি আশা করি আপনারা টাইটেল দেখে সেটা বুঝে গেছেন ।

আগের পোস্টঃ

  1. গার্মেন্টসের কাজ শিখুন (সূচনা)
  2. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(টেক্সটাইল ভাইবা প্রশ্ন
  3. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(টেক্সটাইল ভাইবা প্রশ্ন ০২)
  4. গার্মেন্টসের কাজ শিখুন (কিছু প্রডাক্ট পরিচিতি)
  5. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(মেজারমেন্ট টেপ )
  6. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (Quality)
  7. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (ডিফেক্ট পর্ব)
  8. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (QAFA)
  9. Presnt??

বিষয়ঃ  ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (মিনিং)

গার্মেন্টস কোয়ালিটি কাজ শিখতে অবশ্যই এই ফুল মিনিং গুলো জানা সবারই প্রয়োজন ৷ 

কোয়ালিটি ( quality) পূর্ণরুপ:

Q= Quite ( শান্ত)

u= undeceive (সাহসী)

A= Attentive ( মনোযোগী)

L= Legitimate ( বৈধ)

 I= Intelligent ( বুদ্ধিমান)

T= Truthfulness ( সত্যবাদী)

Y= Youthful (তারুন্য)

GPQ neans-Guide line for Production & Quality.

RQS means- Requirement for Quality System.

NQC means- Nominated Quality Control.

SPI= Stitch Per Inch

SPCM= Stitch Per Centee Meter.

IPl= In line process inspection.

SIP= Standard inspection Procedure.

QMS= Quality Management System.

BGMEA= Bangladesh Garments Manufacturer Exporter Association.

ESTI= Bangiacdesh standard Testing institution.

BOM Shest: Bil! Of Material.

MO Sneet: Material Order Sheet.

DO Sheet= Delivery Order Sheet.

তো আজকে এই পর্যন্তই । দেখা হবে হবে  পরের পোষ্টে । সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন ।

যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com