আসসালামু আলাইকুম ।
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।
তো আমি যেই বিষয়টি নিয়ে পোষ্ট করতে চলেছি আশা করি আপনারা টাইটেল দেখে সেটা বুঝে গেছেন ।
আগের পোস্টঃ
- গার্মেন্টসের কাজ শিখুন (সূচনা)
- ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(টেক্সটাইল ভাইবা প্রশ্ন
- ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(টেক্সটাইল ভাইবা প্রশ্ন ০২)
- গার্মেন্টসের কাজ শিখুন (কিছু প্রডাক্ট পরিচিতি)
- ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(মেজারমেন্ট টেপ )
- ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (Quality)
- ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (ডিফেক্ট পর্ব)
- ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (QAFA)
- ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (মিনিং পর্ব)
- উপস্তিত ??
বিষয়ঃ ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (t-sirt)
টি-শার্ট বা টি হচ্ছে এক প্রকার শার্ট, যা ঘাড়ের অংশ থেকে দেহের ওপরাংশে কমরের বেশিরভাগ স্থানকে ঢেকে রাখে। ইংরেজি ‘টি’ (T) আকৃতির ন্যায় দেখতে, তাই এ পোশাকটির নাম টি-শার্ট হয়েছে। টি-শার্টে সাধারণত কোনো বোতাম বা কলার থাকে না। সচারচর এটি হয় গোলাকার ও খাটো হাতাযুক্ত। যদিও কিছু ক্ষেত্রে মানুষ ভুলবশত খাটো হাতাযুক্ত যে-কোনো শার্ট বা ব্লাউজকেই টি-শার্ট ভেবে ভুল করে। পোলো শার্ট বা অন্যান্য কলারযুক্ত শার্ট প্রকৃতপক্ষে টি-শার্ট নয়। কারণ এ ধরনের শার্টের হাতা কাঁধের পাশ দিয়ে সামান্য একটু বাড়তি থাকে, এবং খাটো হাতার ক্ষেত্রে তা কনুই পর্যন্ত হতে পারে।
টি-শার্ট:
টি-শার্ট সাধারণত তুলা বা পলিয়েস্টার দ্বারা তৈরি হয়। কিছুক্ষেত্রে উভয় উপাদান মিশ্রিত সুতা দ্বারাও টি-শার্ট তৈরি হয়। এ দুইয়ের মিশ্রণে জার্সি ধরনের সেঁলাই করার ফলে টি-শার্ট আরো কোমল ও আরামদায়ক হয়ে ওঠে। কিছু ক্ষেত্রে টি-শার্ট ডিজাইনে সামনে কিংবা পেছনে কিংবা উভয় পার্শ্বেই ছবি, বাণী, কার্টুন চিত্র প্রভৃতি ব্যবহৃত হয়। এছাড়া বিজ্ঞাপন হিসেবে প্রচারের ক্ষেত্রেও এ ধরনের শার্টের ভূমিকা আছে।
আবার একটি টি-শার্ট অনেক ধরনের পার্ট আছে ৷ যেমনঃ
T-shirt part:
- Neck=গলা,
- Main Label
- Under arm
- bass label
- Neck tap
- poket
- body hem
- neck rip
- Neck opening
- Shoulder
- Armhole
- Sleeve Hem,
- Side seam
- Chest
- Bottom
- Sleeve opening,
- Sleeve
- Fornt part/সামনের অংশ,
- Back part/পিছনের অংশ
- In side/ভিতরের অংশ,
- Top side/বাহিরের অংশ,
- Etc.
এছাড়াও
-
- প্রিন্ট,
- এমব্রয়ডারি,
- পমপম,
- ও লোগো ৷
ইত্যাদি পার্ট রয়েছে ৷
তো আজকে এই পর্যন্তই । দেখা হবে হবে পরের পোষ্টে । সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন ।
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com