হেই!হাই!
হোয়াটসঅাপ পোলাপাইন, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন!
ইউটিউব এর মত একটা ইন্ট্রো দিয়ে দিলাম ?

তো আজকে আমি কথা বলব ই-পাসপোর্ট নিয়ে, তবে আজকের পোস্টে আমি স্ক্রিনশট দিয়ে দেখাতে পারব না। কারণ স্ক্রিনশট দিয়ে দেখাতে গেলে প্রচুর সময় লাগবে। তাই আমি লিখে বোঝানোর চেষ্টা করব। আশা করছি আপনারা খুব ভালভাবেই বুঝতে পারবেন কারণ আমি step-by-step বুঝিয়ে দেব।

১ম ধাপঃ (অনলাইন আবেদন)

i. www.epassport.gov.bd এ গিয়ে Apply Online এ ক্লিক করুন
ii. যা যা info চায় তা দিয়ে সাথে ই-মেইল দিয়ে একটি একাউন্ট খুলুন। ইমেইলে confirmation মেইল আসবে, account active করে নিন, ইনবক্সে মেইল খুজে না পেলে Junk Mail/ Spam Mail ফোল্ডারে খুজলে পেয়ে যাবেন।
iii. Account খোলার পর Apply for a new-e-passport দিন
iv. যা যা info প্রযোজন হয় দিন।

Confusions: Md এরপর dot দিবো কিনা দিবো না? Dot না দিলে সমস্যা হবে না তো?

উত্তরঃ e-Passport এ letter ছাড়া কোনো character প্রিন্ট হয় না। সুতনাং না দেয়াই উত্তম। এবং এই না দেয়ার জন্য ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না।
Warning: Permanent address কখনো ভাড়া থাকা বাসার address দিবেন না। যদি নিজের কেনা ফ্ল্যাটে থাকেন আর সেটাই permanent address হিসেবে দিতে চান সে ক্ষেত্রে। আপনার দলিলের কাগজের ফটোকপি চাইবে। দলিলের কাগজ করা না হলে, সেটা permanent address হিসেবে দিবেন না।
v. আপনি কোন ধরনের passport করবেন উল্ল্যেখ করে দিবেন।

৪৮ পেইজ ৫ বছরের মেয়াদ
*রেগুলারঃ ৪,০২৫ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপেসঃ ৬,৩২৫ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেসঃ ৮,৬২৫ টাকা, ২ কার্য দিবসে

৪৮ পেইজ ১০ বছরের মেয়াদ
*রেগুলারঃ ৫,৭৫০ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপেসঃ ৮,০৫০ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেসঃ ১০,৩৫০ টাকা, ২ কার্য দিবসে

৬৪ পেইজ ৫ বছরের মেয়াদ
*রেগুলারঃ ৬,৩২৫ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপেসঃ ৮,৬২৫ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেসঃ ১২,০৭৫ টাকা, ২ কার্য দিবসে

৬৪ পেইজ ১০ বছরের মেয়াদ
*রেগুলারঃ ৮,০৫০ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপেসঃ ১০,৩৫০ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেসঃ ১৩,৮০০ টাকা, ২ কার্য দিবসে

vi. কোন way তে পেইমেন্ট করতে চান সেটা উল্লেখ করে দিতে হবে। এখন সম্ভবত অনলাইন অয়ে (bKash) বন্ধ। তাই অফলাইনেই করতে হবে।
vii. সব info ঠিক মত দেয়ার পর সাবমিট করে দিবেন। সাবমিটের পর e-mail এ-ও একটা confirmation মেইল আসবে। চেক করে নিতে পারেন।
viii. Application form টা download করে রাখুন।


২য় ধাপঃ (schedule selection)


i. Application Submit এরপর schedule select করতে হবে
ii. আপনার মন মত যে কোনো খালি slot এ appointment নিতে পারবেন।


৩য় ধাপঃ (পেইমেন্ট)


i. নির্ধারিত যে কোনো ব্যাংকে গিয়ে টাকা পরিশোধ করে দিলেই হবে
ব্যাংক সমূহঃ
ONE Bank, Premier Bank, Sonali Bank, Trust Bank, Bank Asia, Dhaka Bank.
ii. ব্যাংকে আপনার নাম চাইবে শুধু। passport এ দেয়া হুবহু নামটা দিবেন। কিছু কিছু ক্ষেত্রে NID এবং Application এর কপি দেখতে চায়। তাই এক কপি নিয়ে যাবেন।
iii. টাকা জমা দেয়ার পর রিসিট/ payment slip দিবে/ সেটা যত্ন করে রাখবেন।


৪র্থ ধাপঃ (পার্সপোর্ট এপ্লিকেশন জমা এবং appointment)

i. নিচের ডকুমেন্টগুলো নিয়ে যাবেন
• পার্সপোর্ট ফর্মের প্রিন্টেড কপি (both side print)
• Appointment/ Order slip কপি
• NID এবং NID এর ফটোকপি
• বিদ্যুৎ/গ্যাস/পানির বিলের ফটোকপি
• Student ID Card এর ফটোকপি (শিক্ষার্থীদের জন্য)
• ব্যবসায় দলিল (ব্যবসায়ীদের জন্য)
• Office ID card কপি এবং আনুশাঙ্গিক কাগজ পত্র (জব করেন যারা তাদের জন্য)
• নিকাহ নামার দলিলি (বিবাহিতদের জন্য)
• কোনো সাদা/হালকা রঙের জামা পরবেন না
ii. আগারগাও RPO এর জন্যঃ
( অন্য এলাকার ক্ষেত্রে প্রসেস এ কি হবে কিন্তু রুম নাম্বার গুলো ভিন্ন হতে পারে)
• ৩০৮ নং কক্ষে যাবেন, উপর্যক্ত কাগজ গুলো নিয়ে, application form দেখে সেখান থেকে একটা সিল এবং সিরিয়াল লিখে দিবে।
• ৪০১ নং কক্ষে ৩০৮ এ দেয়া সিরিইয়াল মত আপনাকে প্রবেশ করানো হবে। এই কক্ষে আপনার ডকুমেন্ট সব ঠিক আছে কিনা চেক করা হবে। application online এ সাবমিটে কোনো ভুল হয়ে থাকলে এখানে বলে নিবেন। তারা মার্ক করে দিবে আপনার ফর্মে। চেক শেষে তারা একটা সিল এখন সাইন করে দিবে।
• ৪০৩ নং কক্ষ পুরুষ, ৪০৪/৪০৫ নং কক্ষ মহিলা ও শিশুদের বায়োমেট্রিক করানো কক্ষ। ৪০১ নং কক্ষ থেকে সিল নেয়ার পর। এই কক্ষে আপনার ডিকুমেন্ট রিচেক করা হবে, ডকুমেন্ট স্কান করা হবে এবং কোনো সংশোধন থাকলে সংশোধ করা হবে।
– ২ হাতের ১০ আঙ্গুলের ছাপ
– চোখ স্ক্যান
– ডিজিটাল স্বাক্ষর নেয়া হবে
• কাজ শেষ হলে Delivery Slip দিয়ে দিবে।


৫ম ধাপঃ (পুলিশ ভ্যারিফিকেশন)


i. পুলিশ বাসায়ও আসতে পারে থানায়ও ডাকতে পারে
ii. থানায় ডাকলে, শিক্ষার্থী হলে বাবাকে সাথে নিয়ে যেতে হবে। কারন তার একটা স্বাক্ষরের দরকার হবে
iii. ডকুমেন্ট যা সাথে রাখতে হবেঃ
• NID copy
• Student ID Copy
• SSC Certificate
• Father’s NID copy
• Mother’s NID copy
• Utility Bill copy
• জমি/ফ্লাটের দলিলের copy permanent address ঢাকা হলে।
iv. পুলিশ সম্ভবত চা নাস্তার জন্য ৫০০-১০০০ নিতে পারে। যদি কোনো ভুল থাকে পরিমান আরো কয়েকগুন বাড়বে। আমার ফ্ল্যাটের নামে Permanent Address করা কিন্তু দলিল কম্পানির মানে যেটা এখনও নিজের নামে করে দলিল উঠানো হয় নি বিদায় কয়েক গুন বেশি দিতে হয়েছে।


৬ষ্ঠ ধাপঃ (পাসপোর্ট ডেলিভারি)


i. Police verification এর কিছু দিন পর (৪-৬ দিন) Application Status, Enrollment pending Approval থেকে Enrollment Approved হবে। এবং পাসপোর্টের তৈরির কাজ শুরু হবে।
ii. Enrollment Approved status এর কিছু দিন পর (২-৩দিন) status হবে Passport Shipped
iii. Passport Shipped এর ১/২ দিন পর SMS, email এবং status হবে ePassport is ready for issuance তখন পার্সপোট আনতে RPO তে যেতে হবে।
iv. সাথে delivery slip এবং NID এর কপি নিয়ে যাবেন।
v. ৩০১ নং কক্ষের ডান পাশে আপনার delivery slip দিয়ে সিরিয়াল নিবেন।
vi. আপনার সিরিয়াল আসলে ৩০১নং কক্ষের বাম পাশে স্বাক্ষর আর ফিঙ্গার স্ক্যান দিয়ে e-Passport নিয়ে আসবেন
vii. শেষ, এবার মনে মনে নাচতে নাচতে বাসায় চলে আসেন।
এই গেলো পুরো প্রসেস। এই পুরো প্রসেসের সময় আপনি আপনার passport process এর অবস্থা দেখতে পাবেন আপনার account এ login করে/ website এর Check Status থেকে Status গুলো যথাক্রমে এবং কোনটা কখন হয় এবং আমার কখন কোনটা ছিলোঃ
i. Submitted, Enrollment in Process অনলাইন Application submit এরপর, ১২ মার্চ, ২০২০
ii. Enrollment Complete, RPO তে Appointment এর কাজ শেষ করার পর, ১ সেপ্টেম্বর, ২০২০, ৫ সেপ্টেম্বর Police Verification
iii. Enrollment pending Approval, Police Verification শেষ হওয়ার আগ পর্যন্ত,
iv. Enrollment pending Approved, Police Verification confirm হওয়ার পরে এবং Passport তৈরির প্রসেস শুরু
v. Enrollment Approval Cancelled, Police যদি verification cancel করে দেয়
vi. Passport Shipped, পাসপোর্ট তৈরি শেষ RPO তে পাঠানো হচচ্ছে। ১৩ সেপ্টেম্বর, ২০২০
vii. Passport Received, পাসপোর্ট RPO তে চলে এসেছে যে কোন কার্য দিবসে গিয়ে নিইয়ে আসতে পারেন। ১৬ সেপ্টেম্বর, ২০২০
viii. Passport issued,পাসপোর্ট হাতে পাওয়ার পরে। ১৬ সেপ্টেম্বর, ২০২০


উপদেশঃ


i. দালাল থেকে দূরে থাকুন
ii. কিছু জানার থাকলে হয় help desk এ জিজ্ঞাস করুন, নয় আশেপাশে মানুষকে জিজ্ঞাস করুন। আরো সাথে আপনার শত্রুতা নেই যে ভুল তথ্য দিবে। খামাখা অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকা অফিসারদের বিরক্ত করবেন না।
iii. পারমানেন্ট আড্রেস ঠিক মত দিবেন।
iv. যা যা ডকুমেন্ট দরকার সাথে রাখবেন।
v. সময় হিসাব করবেন application RPO তে জমা দেয়ার পর থেকে।

(এখানে শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য বলা। অপ্রাপ্ত বয়স্কদের ব্যপারে আমি সম্পূর্নটা জানি না বিদায় এখানে কিছুই উল্লেখ করি নি।)
আপনাদের সুবিধার্থে নিচের ফোটো টি।

এখানের সম্পূর্ন লিখা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখা। কিছু ব্যপার এদিক সেদিক হতে পারে।
ধন্যবাদ।)

18 thoughts on "ঘড়ে বসেই E-passport অর্ডার করুন। দালাল চক্রের হাত থেকে বাচুন। মাত্র ৪০২৫ টাকা।"

  1. Fole Rabby Contributor says:
    really helpful post thank you a-z valo kore bujanor jonno
  2. Taizul islam Contributor says:
    Good post bro
  3. Taosif Mehedi Contributor says:
    Bhaiya amr passport kora ache …otay birthdate beshi ..2017 te krsilm…ami ki ekn epasport ta notun kore krte parbo?? Mane birthdate thik kore
  4. love trickbd Contributor says:
    এই টা নিয়ে আমি ও পোস্ট করেছি.. তবে পাবলিশ হয়নি..
  5. AMRITAMSU Contributor says:
    Very useful post. Thanks a lot
    ?????
  6. Riktom Contributor says:
    Informative post.??
    আমার একটা বিষয়ে জানার ছিল, যদি আপনার জানা থাকা কাইন্ডলি জানাবেন। এনআইডি কার্ডে আমার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা আমার বার্থ প্লেস।কিন্তু পারিবারিক কারনে বিগত কয়েক বছর ধরে সেখান থেকে শিফট হয়ে অন্য থানার একটা জায়গায় নতুন বাড়ি করেছি আর এটাই এখন আমার পার্মানেন্ট অ্যাড্রেস। তো প্রশ্ন হচ্ছে পাসপোর্ট করতে গিয়ে যদি আমি আমার বর্তমান অ্যাড্রেসটাই পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে দিই, তাহলে এখানে কোনো জটিলতা পরতে হবে কি??
    1. MD Zakaria Contributor Post Creator says:
      Hmm hobe, tai nid er permanent adress change korun, khub eas, online e korte parben
  7. Riktom Contributor says:
    জ্বি ধন্যবাদ। এনআইডি সংশোধনের বিষয়টা জানি।
  8. AJ sabbir ✅ Author says:
    Correct your title spell dude
  9. Alif Contributor says:
    very helpful and good post
  10. MD Zakaria Contributor Post Creator says:
    Thank you
  11. BAPPI LAHIRE Contributor says:
    আমার পার্সপোট আছে এখন যদি E-passport করি সেক্ষেত্রে কি পুনরায় পুলিশ ভেরিফিকেশন হবে ?
    1. MD Zakaria Contributor Post Creator says:
      No
  12. TanveerChristine Contributor says:
    48 page AR 64 page er maje different Ki plz kew ektu bolben ?
  13. jbriyad Contributor says:
    48 page, 64 page egular mane bujhlam na… Aar police ke taka deyar bishoy ta.. Seta ki ditei hoy?? Naki ghosh hisebe?? Janaben

Leave a Reply