হুয়াওয়ে তাদের নতুন অপারেটিং সিস্টেম Harmony OS এর Beta Version রিলিজ করতে যাচ্ছে ডিসেম্বর এর ১৮ তারিখ।

তারা তাদের দেশীয় মোবাইল কোম্পানি গুলোকে নিয়ে একটি Ecosystem তৈরি করার পরিকল্পনা করছে এবং সকল চাইনিজ লিডিং মোবাইল কোম্পানি গুলোর সাথে কাজ করার “Road Map” তৈরী করছে।

ধারণা করা যাচ্ছে চাইনিজ Mobile Company গুলো আস্তে ধীরে সবাই এই Ecosystem এ চলে যাবে এবং এটি একসময় বহুলব্যবহৃত অপারেটিং সিস্টেম হতে যাচ্ছে।

১৮ ডিসেম্বর এর পর থেকে Mobile Software Devs যারা আছেন তারা এই OS এর সকল Environment + SDK ব্যবহার করার সুযোগ পাবেন এবং নতুন নতুন App তৈরী করতে পারবেন এই নতুন অপারেটিং সিস্টেম এর জন্য।

Source : Weibo

One thought on "হুয়াওয়ে তাদের নতুন অপারেটিং সিস্টেম Harmony OS এর Beta Version রিলিজ করতে যাচ্ছে ডিসেম্বর এর ১৮ তারিখ।"

Leave a Reply