আস্সালামুআলাইকুম।কেমন আছেন সবাই।আশা করি ভাল আছেন।

 

যাই হোক যা যা লাগবেঃ

১। পাতিল থেরাপি (আলমিনিয়াম)

২। একটা 3G সিম (অবশ্যই 3G প্যাক থাকতে হবে)

৩। একটা 3G মডেম

৪। একটা USB কেবল (কম্পিউটারের দোকানে পাবেন)

 

এবার প্রথমে পাতিল থেরাপির সাথে USB কেবলটা ভালভাবে বেধে নিন এবং একটা বাঁশ কিংবা অন্য কিছু দ্বারা একটু উচু করুন।

 

তারপর USB কেবলের push in মাথায় 3G মডেমটা লাগান আর অন্য প্রান্তটি আপনার কম্পিউটারে লাগান।

 

দেখবেন আপনার কম্পিউটারে 3G সংকেত দেখাচ্ছে।

 

আর কি এবার আরামছে 3G চালাতে থাকুন।

 

তবে এক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ এলাকায় 3G থাকতে হবে।

 

ভাল থাকবেন আর Trickbd এর সাথেই থাকবেন।

 

ফেসবুকে আমি 

2 thoughts on "আপনার এলাকায় 3G নেই এবার আপনিও 3G ব্যবহার করুন"

  1. S M AMIRUL ISLAM Author says:
    সুন্দর বুদ্ধি।
  2. mdzillu Author says:
    মোবাইলে কিরকম করতে হবে

Leave a Reply