হ্যালো বন্ধুরা এটা আমার প্রথম মুল পোস্টের সাথে বোনাস পোস্ট হিসাবে আরো দুইটি পোস্ট যোগ করা ৷ এমন পোস্ট আগে কখনো করিনি ৷ ট্রিকবিডিতে এমন পোস্ট আগে হয়েছে কিনা সেটাও জানিনা ৷ 

 

 শাওমি, রেডমি, পোকো, এমআইইউআই, আমরা যে নামেই বলি না কেন সব  কিন্তু একই ব্রান্ড মানে একটা কোম্পানি শাওমি ৷ EX. ধরুন আমার ডাক নাম রকি, সার্টেফিকেট নাম সাঈদ আল মুমিন, দাদু আদর করে ডাকে দাদা ভাই, বন্ধুরা ডাকে সাঈদ ৷ এখন আমি একজন হলেও আমার বিভিন্ন নামে পরিচিতি সব নামই পরিচিত বিভিন্ন স্থানে ৷ 

তেমনি শাওমি কম্পানিও ৷ যাই হোক এবার বক বক না করে মূল আলোচনায় যাই ৷

 

০১ ট্রিকঃ -অটোমেটিক ডাটা অফ ৷

প্রথমে মোবাইল এর সিকিউরিটি অপশনে যান ,তারপর ব্যাটারি অপশনে ক্লিক করুন ,

উপরের অংশে ক্লিক করুন, তারপর এইরকম আসবে ,,

 

মোবাইল ডাটা লেখা সেইখানে ক্লিক করুন , তারপর উপরের ছবিটার মতো আসবে তখন যে কোন একটা সিলেক্ট করুন তারপর অটোমেটিক ডাটা অফ হয় যাবে  ।

 

০২ ট্রিকঃ -cache

ক্লিয়ার cache লেখা ঐটা হলো ডিভাইস অফ করার সাথে সাথে সব অ্যাপ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনাকে কষ্ট করে আর অ্যাপ সরাতে হবে না । এইটাও ব্যবহার করে দেখতে পারেন। 5 মিনিট সময় সেট করে দিবেন , তাহলে হঠাৎ করে যদি মোবাইল বন্ধ হয় তাহলে আপনার অ্যাপ গুলা বন্ধ হবে না আর ।

 

০৩ ট্রিকঃ –হোয়াটসঅ্যাপ ক্লিনার 

অন্যান্য স্মার্টফোন নির্মাতাদের মতো, শাওমির ডিভাইসগুলি সংস্থার নিজস্ব কাস্টম ইউআই নিয়ে আসে যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে । একটি কাস্টম ব্যবহারকারী ইন্টারফেসে থাকা সংস্থাগুলি অ্যান্ড্রয়েডের স্টক সংস্করণে missing features সরবরাহ করে।

শাওমি স্মার্টফোনগুলিতে এ হোয়াটসঅ্যাপ ক্লিনার features আছে ৷

শাওমির কাস্টম ইউজার ইন্টারফেস, এমআইইউআই , এমন বেশ কয়েকটি features নিয়ে আসে যা স্টক অ্যান্ড্রয়েডে পাওয়া যায় না এবং এখন এমআইইউআই 10 তে একটি নতুন বৈশিষ্ট্য চালু করা হয়েছে। সংস্থাটি এমআইইউআই 10 সিকিউরিটি অ্যাপে হোয়াটসঅ্যাপ ক্লিনার নামে একটি features চালু করেছে।

 

এই  features আপনাকে ফোনে স্টোরেজ মুক্ত করার জন্য যেমন:- ছবি, ভিডিও ক্লিপ, ভয়েস নোট, নথি এবং জিআইএফ সহ হোয়াটসঅ্যাপ-সম্পর্কিত সকল ফাইলগুলি ডিলিট করে দিবে ৷

  features টি ব্যবহার করতে, আপনাকে এপস সেটিংস যেতে হবে তারপর হোয়াটসঅ্যাপ ক্লিনার এ গিয়ে নেভিগেট করলেই কাজ শেষ ।

এই নতুন features অনেকের পক্ষে ভাল হবে, বিশেষত যারা বাজেট বা এন্ট্রি-স্তরের স্মার্টফোনটি 16 গিগাবাইট বা তারও কম অভ্যন্তরীণ স্টোরেজ সহ ব্যবহার করে। এটি বর্তমানে এমআইইউআই 10 গ্লোবাল বিটা রম চালিত ফোনে আছে।

 

[নোটঃ শাওমি miui 12,11,10 ফোন গুলাতে ১০০% কাজ করবে তবে অন্যান ফোনে জানিনা আপনিও ট্রাই করে দেখেন যদি অপশন গুলা পেয়ে জান ] 

 

ছবি গুলা গুগল থেকে সংগ্রহ ৷  

 

ধন্যবাদ ৷

 

2 thoughts on "অটোমেটিক ডাটা অফ হবে লক পরার পরপরই | সাথে রয়েছে আরো দুটি বোনাস পোস্ট দেখে নিন এক নজর"

  1. Sahariar Kabir Joy Contributor says:
    খুব ভালো লাখলো । ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

Leave a Reply