আলোচনাঃ ?  রিয়েলমি নামে ভাল দামেও সস্তা ৷ কম দামেই তাদের ভালো পারফরমেন্স তাদের ফোন গুলো ৷ বাজারে প্রথম রিয়েলমি ১ বেশ সারা ফেলে ৷ “স্কাই লি”র রিয়েলমি মানেই যেন সব কিছুই রিয়েল ৷ এই ফোন গুলার  ডিজাইন, নকশা, কাঠামো নজর কারার মতই ৷ রিয়েলমি যাত্রা শুরু করার কথা ২০১০ সালে থাকলেও পরে এটি ৮ বছর পিছিয়ে স্কাই লির হাত ধরে ২০১৮ তে বাজারে আসে ৷ পাবলিক হবার পর থেকেই যেন আকাশে উড়ছে রিয়েলমি ফোন গুলা ৷ রিয়েলমি ফোনের ক্যামেরার কথা বল্যে অসাধারন যেখানে স্যামসাং বা আইফোন ৪৮mp ক্যামেরার ফোন কিনতে গেলে লাগবে ৮০ হাজার থেকে ১২০ হাজার সেখানে রিয়েলমি দিচ্ছে ১৩ থেকে ২০ হাজারের মধ্যেই ৷ 

ব্যাটারির পারফরমেন্স দিকেও অনেক ভালো ৷ ৫০০০ থেকে ৬০০০ mAh ৪৫-৪৮ ঘন্টা প্রযুন্ত কথা বলা যায় ৷ এই ফোনগুলি সবার মন জয় করেছে ৷ 

মোট কথা, এক নতুন দুনিয়ায় নতুন কিছুর মতই ৷ বেশ ভালো চার্জ যায়,  তার উপরে কালারও বেশ সুন্দর ৷ 

 

রিয়েলমি স্মার্টফোন ছাড়াও অন্যান্য বিভিন্ন পণ্য তৈরী করে ৷ যেমন; ইয়ারফোন, ওয়্যারলেস ইয়ারফোন, টি-শার্ট, ব্যাগ, ফিটনেস ব্যান্ড, স্মার্টওয়াচ ইত্যাদি তৈরী করে।

 

ওয়েব সাইট ➡ https://www.realme.com/

সংক্ষিপ্ত ইতিহাস:

২০১০ সালে রিয়েলমি প্রথম “অপ্পো রিয়েল” নামে চীনে কার্যক্রম শুরু করেছিল। তবে পরে রিয়েলমি নামেই বাজারজাত শুরু করে ৷  এটি ৪ই মে ২০১৮ সালে নির্দিষ্ট ভাবে গঠিত হওয়ার পূর্বে অপ্পোর একটি উপ-ব্র্যান্ড ছিল।

২০১৮ সালের মে মাসে রিয়েলমি তাদের প্রথম ফোন রিয়েলমি ১ বাজারে আনার ঘোষণা দেয়।

২০১৮ সালের ৩০শে জুলাই অপ্পোর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং অপ্পোর বিদেশি বিভাগের প্রধান স্কাই লি অপ্পো থেকে পদত্যাগ করেন এবং ওয়েইবোতে রিয়েলমি নামে একটি স্বাধীন ব্র্যান্ড প্রতিষ্ঠারর অভিপ্রায় ব্যক্ত করেন। কোম্পানির স্লোগান হিসাবে “ডেয়ার টু লিপ” নির্বাচন করেন; একই সাথে তিনি ঘোষণা দেন যে ভবিষ্যতে রিয়েলমি ব্র্যান্ডটি মোবাইল ফোনের দৃঢ় পারফরমেন্স ও নজরকাড়া নকশার দিকে মনোযোগ দেবে এবং তরুণদের জন্য সাশ্রয়ী মূল্যের “প্রযুক্তি” ও “সৌন্দর্যে” আনন্দময় জীবন উপহার দেবে।

 

২০১৮ সালের ১৫ই নভেম্বর রিয়েলমি তাদের একটি নতুন লোগো প্রকাশিত করে।

২০১৮ সালের ২২ নভেম্বর রিয়েলমি ভারতের স্মার্টফোন বাজারের প্রথম উদীয়মান ব্র্যান্ডে পরিণত হয় ৷

 

শেষ কথাঃ 

ব্যবসা এমন জিনিস যখন উপরে উঠতে থাকে তখন উপরেই উঠে ৷ রিয়েলমির প্রতিষ্টাতা স্কাই লি অপ্পো থেকে পদত্যাগ করে নিজেই ব্যবসা শুরু করে মোবাইল ফোন কম্পানির যার নাম রাখে রিয়েলমি

আজ সফল ও হয়েছে ৷ তার ব্যবসা সারা বিশ্বজুরেই ৷ 

তাই বলবো ব্যবসা যেটাই হোক মন দিয়ে সত পথে করলে সফল হবেই একদিন ৷

তবে কারো কারো মতে, রিয়েলমিকে অপ্পোর জনগুষ্টি বা আরেকটি ব্যান্ড ধরা হয় ৷

তথ্য সুত্র: ইন্টারনেট

 

             『ধন্যবাদ』

4 thoughts on "[ব্যবসা-০৭] স্কাই লি’র রিয়েলমির আগে কোন নাম ছিল তার ব্যবসার সংখিপ্ত ইতিহাস জানতে পারি এই ট্রিক থেকেই"

  1. বাহ ভাই আমিও রিয়াল মি সেট ব্যাবহার করি

Leave a Reply