আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভাল। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবে তা হচ্ছে ওয়েব সাইটের গতির বা লোডিং টাইমের উপর ওয়েবসাইটের ভিজিটর,কনভার্সন রেট এবং রেভিনিউ ইত্যাদির প্রভাব। অনেকেই মনে করেন ওয়েবসাইটের লোডিং এর ভিজিটরের উপর প্রভাব বিস্তার করে না।

আবার চিন্তা করুন

পেইজ লোডিং এর সময় ১ সেকেন্ড বৃদ্ধি পেলে কি কি হতে পারে তার কিছু নমুনা দিলাম

১১% পেইজ ভিউ কমে যাবে
১৬% কাষ্টমারের সন্তুষ্টি হারাবেন
৭% কনভার্সন রেট কমে যাবে

(সুত্র:আবেদিন গ্রুপ)

অ্যামাজনের এই মতামতের সাথে একমত পোষণ করেন। অ্যমাজনের গবেষনায় দেখা যায় ১০০ মিলি সেকেন্ডে সাইটের স্পিড উন্নতির তাদের আয় ১% বেড়ে গেছে।
সুত্র: অ্যামাজন

ওয়ালার্ট সাইটের স্পিড ১ সেকেন্ড উন্নতি করে ২ % কনভার্সন রেটের উন্নতি দেখতে পান।

আকামাই গ্রুপের একটি পরিসংখ্যানে দেখা যায়
৪৭% ওয়েবসাইট ২ সেকেন্ড বা তার কমসময়ে লোড হয়
৪০% ওয়েবসাইট ৩ সেকেন্ডের চেয়ে বেশী সময় লাগে
৫২% অনলাইন ব্যবসায়ীরা মনে করেন তাদের সাইটের রাজস্ব বৃদ্ধির জন্য সাইট স্পিডের ভুমিকা আছে।

রেডওয়্যারের তথ্য অনুসারে ওয়েবসাইটগুলোর গড় স্পিড ২২% উন্নতি হয়েছে। উপরের তথ্যগুলোতে নিশ্চয়ই একটি বিষয় নিশ্চিত হয়েছেন শুধূ মাত্র গুগলে রেংকিং এর উন্নতির জন্য নয় আপনার সাইট থেকে ভাল আয়ের জন্যও ওয়েবসাইটের স্পিড বৃদ্ধি করতে হবে। আপনার ওয়েবসাইটটির স্পিড টেষ্ট করে নিন। স্পিড টেষ্টের জন্য ভিজিট করুন http://tools.pingdom.com/
ফেসবুকে আমি

আমার অফিসিয়াল পেইজ

One thought on "Web Devolopmant: ওয়েবসাইটের গতি এবং এর প্রভাব"

  1. sabbir Author says:


Leave a Reply