ডিএনএস (DNS) কি?
আপনি একটি ওয়েবসাইটের আইপি দিয়ে সার্চ করলে ওই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। কিন্তু সমস্যা হচ্ছে আইপি গুলো বিভিন্ন ডিজিটের হয়ে থাকে। যেটা মনে রাখা কষ্টকর।
উপরের আইপিটি, আইপি ভার্সন 4 এর। কিন্তু আইপি ভার্সন 6 এর আইপি আরেকটু বড় হয় (যেমন: 2401:f40:1008:35e:4500:973f:b6df:25cf)
তাই এগুলো মনে রাখা কষ্টকর হওয়ায় ডিএনএস (DNS) ব্যবহার করা হয়।
ডিএনএস (DNS) কিভাবে কাজ করে:
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
4 thoughts on "ডিএনএস (DNS) কি? ডিএনএস (DNS) কিভাবে কাজ করে?"