আসসালামু আলাইকুম.
আশা করি সবাই ভালো আছেন,আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
আজকে আবারও নতুন একটা টিপস নিয়ে হাজির হলাম
আপনাদের মাঝে আমি আসিফ।
খুব সহজেই মাত্র ১ মিনিটে BD Old Nid Card এবং BD Smart Nid Card তৈরী করতে পারবেন।
তবে এই bd nid card maker online শুধুমাত্র ফেসবুকের ব্যবহারের জন্য। অন্য কোন খারাপ কাজে তা ব্যবহার করলে ওয়েবসাইট কতৃপক্ষ এর কোন দায়ভার গ্রহন করবে নাহ।
এই কার্ড ব্যবহারের কিছু সতর্কতাঃ
প্রথমে একটি বিষয় জেনে রাখা দরকার সেটি হলো আপনি এই কার্ডটি শুধুমাত্র ফেইসবুক ভেরিফিকেশন কিংবা অন্য যে কোনো রকমের সোসিয়াল ভেরিফিকেশনের কাজে ব্যবহার করতে পারবেন।
এই কার্ডটি জাতীয় পর্যায়ের কোনো কাজে কিংবা অভ্যন্তরীণ কোন কাজে ব্যবহার করা যাবে না।
এই কার্ডটি শুধুমাত্র তৈরি করা হয়েছে ফেসবুক একাউন্ট ভেরিফাই করার জন্য আমি আবারও বলছি এই কার্ড শুধুমাত্র তৈরি করা হবে ফেসবুক আইডি কিংবা অন্যান্য যেকোন সোসিয়াল গণমাধ্যম এর প্রোফাইল ভেরিফাই করার জন্য যদি আপনার এনআইডি কার্ড না থাকে।
এছাড়াও আপনার যদি কোন সোসিয়াল প্রোফাইল লক হয়ে যায় তাহলে আপনি এই কার্ড ব্যবহার করার মাধ্যমে সেটি আনলক করতে পারবেন।
এটি যদি আপনি দেশের অভ্যন্তরীণ কোনো কাজে ব্যবহার করেন এবং কোনো রকমের ঝামেলার সম্মুখীন হন তাহলে ওয়েবসাইট কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী নয়।
এই আইডি কার্ড কি কি কাজে ব্যবহার করবেন?
আপনি চাইলে এই এনআইডি কার্ড ব্যবহার করার মাধ্যমে ফেইসবুক অ্যাকাউন্ট রিলেটেড এর বিভিন্ন রকমের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
আপনি চাইলে এই আইডি কার্ড দিয়ে আপনি চাইলে বিভিন্ন সোশ্যাল গণমাধ্যমে যে সমস্ত ভেরিফিকেশন রিলেটেড সমস্যা রয়েছে, সে সমস্ত ভেরিফিকেশন রিলেটেড সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন।
কারণ অনেক সময় দেখা যায়, বিভিন্ন সোশ্যাল গণমাধ্যমে বেশি পরিমাণে রিপোর্ট পড়ার কারণে আপনার সোশ্যাল গণমাধ্যম একাউন্টে নানা রকমের জটিলতা দেখা দেয়।
আর আপনি যদি এই সমস্ত জটিলতা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার নেশনাল আইডি কার্ড রিলেটেড কোন একটি ডকুমেন্ট প্রভাইড করতে হয়।
কিন্তু আপনি যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট কিংবা অন্য যে কোনও সোশাল গণমাধ্যমের একাউন্ট, ভুয়া ইনফরমেশন দিয়ে তৈরি করেন তাহলে এই অ্যাকাউন্টের তথ্য হয়তো আপনি খুঁজে নাও পেতে পারেন।
ক্ষেত্রে আপনি চাইলে আপনার নিজস্ব তথ্য অনুযায়ী মনগড়া একটি আইডি কার্ড তৈরি করতে পারবেন এবং এটি দিয়ে আপনার একাউন্ট ভেরিফাই এবং একাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন।
তবে এই আইডি কার্ড ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই একটি বিষয়ে লক্ষ্য রাখবেন আর সেটি হলো এই আইডি কার্ড কখনোই কোনো সামাজিক কার্যক্রম সাধন করার লক্ষ্যে ব্যবহার করা যাবে না।
কারণ এটি যদি আপনি দেশীয় অভ্যন্তরে কোন একটি কার্যক্রম সম্পাদনের জন্য সঠিক তথ্য হিসেবে ব্যবহার করতে চান তাহলে, বিভিন্ন রকমের আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন।
এ ক্ষেত্রে আইনি জটিলতা থেকে আপনি যদি মুক্তি পেতে চান এবং এই সংক্রান্ত যে কোন সমস্যা থেকে আপনি যদি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই সৎ ভাবে এই কার্ডটি ব্যবহার করবেন।
আর আপনি যদি এই কার্ডটি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে এই কার্ড অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার ফলে যে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে পারে, সেই মামলার ভাগীদার কিন্তু আপনি হবেন।
চলুন কিভাবে কার্ডটি তৈরী করবেন দেখে নেওয়া যাক।
প্রথমে ভিজিট করুন www.MixTuneBD.com এ, Link NId Card Make
নিচের মতো আসলে Service Menu তে যান।
Nid Card Maker যান
Next
Next
যেখানে বংলাই সেখানে বাংলাই লিখুন, এবং যেখানে ইংরেজিতর সেখানে English লিখুন।
Download করুন।
আপনি যদি বর্তমানে বাংলাদেশের লাঞ্চ করা নতুন স্মার্ট এনআইডি কার্ড তৈরি করতে চান; আপনার ফেসবুক আইডি ভেরিফিকেশন এর জন্য; তাহলে নিচের দেয়া লিঙ্ক ব্যবহার করুন।
এবার Smart Id card বানাতে আবার নিচের মতো অপশনে যান।
আগের মতোই ফরম পূরন করুন।
Wow♥ দেখুন তৈরী হয়ে গিয়েছে। Download করুন।
যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!
সবাইকে ধন্যবাদ।আজকের মতো এখানেই বিদায় নিলাম,হাজির হবো আরও নিত্য নতুন টিপস নিয়ে আমি আসিফ।
আল্লাহ হাফেজ.
এনআইডি কার্ডের কিভাবে পাব মানে বিপরীত দিকে যে ঠিকানা লেখা থাকে তা
m.facebook.com/BCFMUSU