Be a Trainer! Share your knowledge.
Home » Technology Updates » এক হাজার টাকার মধ্যে ০৪টি হেডফোন

এক হাজার টাকার মধ্যে ০৪টি হেডফোন

গান শুনতে ভালোবাসেন না, এমন মানুষ পাওয়া বেশ কঠিন। অবসর সময়ে বা যানজটে আটকে থাকার সময়ে মুঠোফোনে গান শোনেন অনেকেই। তবে ইচ্ছা থাকলেও সবার পক্ষে দামি হেডফোন কেনা আর হয়ে ওঠে না। বাংলাদেশে কম দামেই পাওয়া যাচ্ছে তারযুক্ত বা তারহীন হেডফোন। আজ দেখে নেওয়া যাক ১ হাজার টাকার নিচে ১০ হেডফোনের খোঁজ।

 

হ্যাভিট এইচ ১১৬ ডি

হ্যাভিট এইচ ১১৬ ডি

তারযুক্ত হ্যাভিট এইচ ১১৬ডি মডেলের হেডফোনটির ফ্রিকোয়েন্সি ২০ মেগাহার্জ থেকে ২০ কিলোহার্টজ। শব্দের তীব্রতা স্পিকারে ১১০ ডেসিবেল। ৬.৫৬ ফুট তারযুক্ত হেডফোনটির ওজন ৪১২.৫০ গ্রাম। দুটি রঙে বাজারে আসা হেডফোনটিতে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। কিনতে গুনতে হবে ৬৫০ থেকে ৭২০ টাকা।

হ্যাভিট এইচ ২৫৯০ বিটি

হ্যাভিট এইচ ২৫৯০ বিটি

ব্লুটুথ সুবিধার হ্যাভিট এইচ ২৫৯০ বিটি হেডফোনটি মুঠোফোন বা কম্পিউটার থেকে ১০ মিটার দূর পর্যন্ত ব্যবহার করা যায়। হেডফোনটির স্পিকার ফ্রিকোয়েন্সি ২০ মেগাহার্জ থেকে ২০ কিলোহার্টজ। হেডফোনটিতে ১০০ এমএএইচ ব্যাটারি থাকায় এক চার্জে টানা চার ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। হেডফোনটির ওজন বেশ কম, মাত্র ১৭.৮ গ্রাম। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডফোনটি কিনতে গুনতে হবে ৮৪০ থেকে ৮৭০ টাকা।

হ্যাভিট এইচ ২৫৯০ বিটি

হ্যাভিট এইচ ২৫৯০ বিটি

ব্লুটুথ সুবিধার হ্যাভিট এইচ ২৫৯০ বিটি হেডফোনটি মুঠোফোন বা কম্পিউটার থেকে ১০ মিটার দূর পর্যন্ত ব্যবহার করা যায়। হেডফোনটির স্পিকার ফ্রিকোয়েন্সি ২০ মেগাহার্জ থেকে ২০ কিলোহার্টজ। হেডফোনটিতে ১০০ এমএএইচ ব্যাটারি থাকায় এক চার্জে টানা চার ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। হেডফোনটির ওজন বেশ কম, মাত্র ১৭.৮ গ্রাম। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডফোনটি কিনতে গুনতে হবে ৮৪০ থেকে ৮৭০ টাকা।

হ্যাভিড এইচভি-এইচ ৬১০ বিটি

হ্যাভিড এইচভি-এইচ ৬১০ বিটি

ব্লুটুথ সুবিধার হ্যাভিড এইচভি-এইচ ৬১০ বিটি মডেলের হেডফোনটি মুঠোফোন বা কম্পিউটার থেকে ১০ মিটার দূর পর্যন্ত ব্যবহার করা যায়। হেডফোনটির ফ্রিকোয়েন্সি ২০ মেগাহার্জ থেকে ২০ কিলোহার্টজ। শব্দের তীব্রতা স্পিকারে ১১০ + ৩ ডেসিবেল। ১৪২ গ্রাম ওজনের হেডফোনটিতে ২০০ এমএএইচ ব্যাটারি থাকায় এক চার্জে টানা চার ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ হেডফোনটির দাম ৯৫০ থেকে ৯৮০ টাকা।

 

2 years ago (Apr 12, 2022)

About Author (36)

Maestro
contributor

✉️ Contact Me:[email protected]

3 responses to “এক হাজার টাকার মধ্যে ০৪টি হেডফোন”

  1. Tech Rakib Contributor says:

    eai rokom post aro chai

  2. shagor Contributor says:

    laiting headphone er review chai 500 takar moddha

Leave a Reply