চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য একটি নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ডাউনলোড করা যাবে প্রায় ৩৩টি মুভি।
হুয়াওয়ে জানিয়েছে, বর্তমানে তারা ব্রডব্যান্ড নিয়ে এমন কিছু গবেষণা পরিচালনা করছে যার মাধ্যমে ভবিষ্যতে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি হবে ১ টেরাবিট পার সেকেন্ড। এর ফলে একসাথে অনেকগুলো ফাইল ডাউনলোড করা যাবে দ্রুতগতিতে।
বর্তমানে একটি হাই ডেফিনেশন মুভি ডাউনলোড করতে প্রায় এক ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। হুয়াওয়ে জানিয়েছে, বর্তমান ব্রডব্যান্ড নেটওয়ার্কেই যুক্ত করা যাবে নতুন এই প্রযুক্তিটি।