আসসালামু আলাইকুম। নিশ্চয় সবাই পরম করুনাময় এর রহমতে ভাল আছেন। TrickBD তে এটা আমার নতুন পোষ্ট। হয়তবা অনেকেই জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য লিখেছি-
ইন্টারনেট শেয়ার করার জন্য রাউটার ছাড়া ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন খুব সহযেই। এর জন্য কোন ধরনের সফটওয়ারের প্রয়োজন পরবে না।
হুম তবে আপনার কম্পিউটার ওয়াই-ফাই সাপোর্টেঢ হতে হবে।
আপনাকে আপনার কন্ট্রোন প্যানেল এ ঢুকে Network and Internet থেকে Network and sharing Center এ যেতে হবে।
এই স্কিন শর্টে লাল দাগ দিয়ে দেখান হয়েছে।
তারপর Setup a New connection সিলেক্ট করুন
তারপর Set up wireless ad hoc(Computer to Computer) Network
তারপর পরপর দুইবার next ক্লিক করুন
এখন একটি ডায়লগ বক্স দেখতে পাবেন।
সেখানে আপনার নেটওয়ার্কের নাম দিন এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করুন।
দেখবেন আপনার নেটওয়ার্ক ব্যবহারের জন্য তৈরী হয়ে গিয়েছে। এখন অন্য কম্পিউটার অথবা মোবাইল থেকে ওয়াই-ফাই অন করে পাসওয়ার্ড দিলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
বিঃদ্রঃ-আমি আমার বাসার ৩টা পিসি এবং ৪-৫ মোবাইলে এইভাবে ইন্টারনেট ব্যবহার করছি।
ভাল লাগলে আমার সাইটে ঘুরে আসতে পারেন টেক টিপস বিডি
4 thoughts on "রাউটার ছাড়া আপনার কম্পিউটারের মাধ্যমেই ওয়াই-ফাই শেয়ার করুন।"