আসসালামু আলাইকুম। নিশ্চয় সবাই পরম করুনাময় এর রহমতে ভাল আছেন। TrickBD তে এটা আমার নতুন পোষ্ট। হয়তবা অনেকেই জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য লিখেছি-

wifi-hotspot-kivabe-400x250ইন্টারনেট শেয়ার করার জন্য রাউটার ছাড়া ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন খুব সহযেই। এর জন্য কোন ধরনের সফটওয়ারের প্রয়োজন পরবে না।

হুম তবে আপনার কম্পিউটার ওয়াই-ফাই সাপোর্টেঢ হতে হবে।

আপনাকে আপনার কন্ট্রোন প্যানেল এ ঢুকে Network and Internet থেকে Network and sharing Center  এ যেতে হবে।

1

এই স্কিন শর্টে লাল দাগ দিয়ে দেখান হয়েছে।

 

 

 

 

তারপর Setup a New connection সিলেক্ট করুন

2

 

তারপর Set up wireless ad hoc(Computer to Computer) Network

3

তারপর পরপর দুইবার next ক্লিক করুন

4

এখন একটি ডায়লগ বক্স দেখতে পাবেন।

5

সেখানে আপনার নেটওয়ার্কের নাম দিন এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করুন।

6

দেখবেন আপনার নেটওয়ার্ক ব্যবহারের জন্য তৈরী হয়ে গিয়েছে। এখন অন্য কম্পিউটার অথবা মোবাইল থেকে ওয়াই-ফাই অন করে পাসওয়ার্ড দিলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

বিঃদ্রঃ-আমি আমার বাসার ৩টা পিসি এবং ৪-৫ মোবাইলে এইভাবে ইন্টারনেট ব্যবহার করছি।

ভাল লাগলে আমার সাইটে ঘুরে আসতে পারেন টেক টিপস বিডি

 

4 thoughts on "রাউটার ছাড়া আপনার কম্পিউটারের মাধ্যমেই ওয়াই-ফাই শেয়ার করুন।"

  1. jahiruddin86 Contributor says:
    Speed up kemon?
    1. mahadekhan Contributor Post Creator says:
      আপনার নেট স্পীড এর উপর নির্ভর করবে।
  2. Abir Hossain Contributor says:
    ভাই network নাম কি দেব?? একটু বলেন প্লিজ
    1. mahadekhan Contributor Post Creator says:
      যে কোন নাম দিতে পারেন

Leave a Reply