সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।
ফেসবুক এতটা জনপ্রিয় হয়ে উঠেছে যে এখন ফেসবুক একাউন্ট নেই এমন ব্যাক্তি খুজে পাওয়া অসম্ভব। ফেসবুক এর পাশাপাশি এখন চ্যাটিং করার জন্য মেসেঞ্জার অনেক জনপ্রিয়।আজকে আপনাদের জানাব ফেসবুক মেসেঞ্জার এর একটি গোপন টিক্স।
আমরা অনেকে কোনো তথ্য বা কোনো ফটো যাতে না হারায় এজন্য অন্যর মেসেঞ্জারে পাঠিয়ে থাকি। এতে আসলে সে তথ্য গোপন থাকে না।অনেক সময় আমরা আমাদের বন্ধুর মেসেঞ্জারে এসব তথ্য পাঠানোর কারনে আমাদের পারসোনাল তথ্য অন্য কেউ দেখতে পারে। এতে আমাদের অনেক বড় বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। আজকে আপনাদের দেখাব,মেসেঞ্জার এর মাধ্যমে আপনি আপনার নিজের ফেসবুক একাউন্ট থেকে নিজের একাউন্ট এ কিভাবে মেসেজ দিবেন।এবং আপনার কোনো তথ্য আপনি আপনার নিজের একাউন্ট দিয়ে নিজেকে পাঠিয়ে যেন কোনো ভাবে হ্যাক না হয় সেদিকে অনেক উপকার হবে। ধরুন,আপনি বাজারে গেলেন এখন আপনার কি কি কিনতে হবে আপনি আপনার কোনো বন্ধুর মেসেঞ্জারে পাটিয়ে দেন।এতে সে রেগে ও যেতে পারে।কিন্তু আপনি যখন আপনার নিজের একাউন্ট দিয়ে নিজের একাউন্ট এ মেসেজ দিয়ে রাখবেন। এতে আপনার কোনো সমস্যা হবে না। কথা না বাড়িয়ে কাজের দিকে যাইঃ-
প্রথমে আপনার স্মার্টফোন এ মেসেঞ্জার এপ্সটি আপডেট দিয়ে দিন, নিচের লিংকে ক্লিক করেঃ-
এটি আমার একাউন্ট
মেসেঞ্জার আপডেট দেয়ার পর ওপেন করুন
তারপর আপনার নিজের একাউন্ট সার্চ করে, খুজে নিন
তারপর মেসেজ বক্সে চাপ দিন
তারপর আপনার প্রয়োজনীয় তথ্য ও মেসেজ লিখে পাঠান।
এবং আপনার কোনো তথ্য অন্য কারো কাছে গেল না,আপনার তথ্য আপনার কাছেই থাকলো। এতে আপনার তথ্য হারানো বা হ্যাক হওয়ার ভয় নাই।
আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-
- ধন্যবাদ।
R eita kuno tricks Holo????
Kotodin dhore use koren….r eita bole new update
Asob post kmne approved hoy Jani nah
Ata to 2 year agei jani amr experience hisabe ami bolboo aita kore lav nai. Ata shune hoito kao hasbe but ak somai bujhbe?